Powered By Blogger

Tuesday, December 13, 2022

কবিতাঃ প্রার্থনা

তুমি যদি দিলে ধরা তবে চিরদিনের জন্য কেন নয়?
নয় কেন প্রতি ক্ষণে প্রতি পলে? নয় উদয়াস্ত জীবন মাঝে
শয়নে স্বপনে জাগরণে? তোমায় পেয়েও যদি না পাই,
না দাও ধরা চিরতরে তবে কিসের জন্য বাঁচা আর
কার জন্যেই বা মরা? তোমায় নিয়ে বাঁচি, তোমায়
নিয়েই মরি এই-ই তো মনের ইচ্ছা; মনের ইচ্ছা মনেই
মরে মরণ -তরণ ঐ নাম জপে এই-ই কি তোমার সদিচ্ছা?
তোমার ইচ্ছা তোমারি আমার ইচছা আমার
তোমার ইচ্ছায় জ্বলে আলো আমার ইচ্ছায় আঁধার।
তোমার ইচ্ছায় আছে দিশা মুক্তির আমার বন্দী দশা
তোমার আছে অমৃতের স্বাদ আমার আছে বিষের নেশা।
তোমায় বাসি ভালো তোমার কাছে ফিরেফিরে আসি তাই
জীবন মাঝে হাজারো ভুল! আছে হাজারো অন্যায়!
তবুও আমার যা আছে তাই দিয়েই
তোমার মাঝে তুমি হয়েই থাকতে আমি চাই
আর প্রার্থনা এই,
বৃত্তি সুখের উল্লাসে যেন তোমাকে আর না হারায়।
প্রবি।

(রচনা ১৪ই ডিসেম্বর '২০১৮)

No comments:

Post a Comment