কিছুই করতে পারবে না কিন্তু তুমি বন্ধু!
বৃথা হবে সব! হবে পণ্ডশ্রম!
তা সে যতই করোনা তুমি কসরত!
না পারবে তুমি তার রথ টানতে
না পারবে তুমি থামাতে তার রথ
যতই তুমি হও না কেন ধনে, জনে, মানে বলবান!
যতই তুমি হওনা কেন ভীমের মত শক্তিমান, সৎ!
বন্ধু! ভুলে যাও! যাও ভুলে, 'আমি! আমি প্রধান!'
এখনও সময় আছে নিজেকে শুধরে নেবার!
ভুলে গিয়ে যতসব বৃথা ফালতু মিথ্যে ইগোর টান।
ফিরে এসো! নাও শুধরে নিজের যত ভুল
আর তাঁর চরণে দাও সঁপে নিজেকে,
সাজিয়ে হৃদয় ফুল!
বন্ধু! আর ক'রো না দেরি, ক'রো না আর ভুল!
দয়াল না চাইলে বন্ধু তুমি পারবে না কিছুই করতে!
পারবে না ফুল কিম্বা হুল কিছুই ফোটাতে!
তা যাই-ই করো আর যতই করো না কেন রুল!
মনে মনে নিজেকে ভেবে '৯৯% আমার দিকে!
আমি প্রধান! আমি প্রধান!' এই ভুল!
দয়াল না চাইলে যে গাছের পাতাটুকুও নড়ে না বন্ধু
এ বোধও তোমার নাই!? হায়! বন্ধু হায়!
কেমন ক'রে জীবন যুদ্ধে বন্ধু ভাসাবে তোমার নাউ?
জীবন জুড়ে শুধু আছে ভরে শব্দ হাঁউ মাউ কাঁউ!
মনে রেখো, সঙ্কটকালে এসে কেউ ধরবে না তোমার হাত
ভুখা পেটে যখন কাটবে জীবন দেবে না একমুঠো কেউ ভাত!
এসো, এসো ফিরে বন্ধু জীবন নদীর তীরে
যেথা আছে দয়াল প্রভু বসে তোমার তরে
তাঁর চরণতলে এসে তাঁর চলনধুলা মাথায় তুলে নাও!
বন্ধু! নিজেকে বাঁচাও!
বন্ধু! নিজেকে বাঁচাও!!
বৃথা হবে সব! হবে পণ্ডশ্রম!
তা সে যতই করোনা তুমি কসরত!
না পারবে তুমি তার রথ টানতে
না পারবে তুমি থামাতে তার রথ
যতই তুমি হও না কেন ধনে, জনে, মানে বলবান!
যতই তুমি হওনা কেন ভীমের মত শক্তিমান, সৎ!
বন্ধু! ভুলে যাও! যাও ভুলে, 'আমি! আমি প্রধান!'
এখনও সময় আছে নিজেকে শুধরে নেবার!
ভুলে গিয়ে যতসব বৃথা ফালতু মিথ্যে ইগোর টান।
ফিরে এসো! নাও শুধরে নিজের যত ভুল
আর তাঁর চরণে দাও সঁপে নিজেকে,
সাজিয়ে হৃদয় ফুল!
বন্ধু! আর ক'রো না দেরি, ক'রো না আর ভুল!
দয়াল না চাইলে বন্ধু তুমি পারবে না কিছুই করতে!
পারবে না ফুল কিম্বা হুল কিছুই ফোটাতে!
তা যাই-ই করো আর যতই করো না কেন রুল!
মনে মনে নিজেকে ভেবে '৯৯% আমার দিকে!
আমি প্রধান! আমি প্রধান!' এই ভুল!
দয়াল না চাইলে যে গাছের পাতাটুকুও নড়ে না বন্ধু
এ বোধও তোমার নাই!? হায়! বন্ধু হায়!
কেমন ক'রে জীবন যুদ্ধে বন্ধু ভাসাবে তোমার নাউ?
জীবন জুড়ে শুধু আছে ভরে শব্দ হাঁউ মাউ কাঁউ!
মনে রেখো, সঙ্কটকালে এসে কেউ ধরবে না তোমার হাত
ভুখা পেটে যখন কাটবে জীবন দেবে না একমুঠো কেউ ভাত!
এসো, এসো ফিরে বন্ধু জীবন নদীর তীরে
যেথা আছে দয়াল প্রভু বসে তোমার তরে
তাঁর চরণতলে এসে তাঁর চলনধুলা মাথায় তুলে নাও!
বন্ধু! নিজেকে বাঁচাও!
বন্ধু! নিজেকে বাঁচাও!!
No comments:
Post a Comment