কাল কথা হচ্ছিল এগিয়ে যাওয়া নিয়ে। সে এগিয়ে যাওয়া ব্যষ্টি, সমষ্টি, সমাজ, দেশ ও পৃথিবীর এগিয়ে যাওয়া সম্পর্কিত। চুপ ক'রে শুনছিলাম। তথ্য ও তত্ত্ব সমন্বিত আলোচনায় এগিয়ে যাওয়া একটা মিথ্যের ফানুশ ছাড়া আর কিছুই নয়।
কেউ কোথাও এগিয়ে যাচ্ছে না, সবাই আমরা গোলকধাঁধায় ঘুরছি বন্ধু। অর্থনৈতিক ও আধ্যাত্মিকতার বাহারি চমক, বিজ্ঞান ও সাহিত্যের রোশনাই দেখে যদি কেউ ভাবে খুব উন্নতি হচ্ছে তাহ'লে সে উন্নতি সাময়িক ও চরম অবনতির একটা ঝলক মাত্র। করাপশন একটা ভয়ংকর ব্যাধি যা রক্তবাহিত। যে কেউ করাপশানের সঙ্গে যুক্ত হতে পারে না। সৎ লোক না থাকলে আকাশে সূর্য উঠতো না, বাতাস বইতো না, জলে ঢেউ উঠতো না। কে সৎ আর কে অসৎ সে প্রশ্নে হাবুডুবু না খেয়ে নিজের দিকে নিজে তাকিয়ে দেখি না কেন? তুমি অধম বলিয়া আমি উত্তম হইবো না কেন? ঠগ বাছতে গাঁ উজার হবার যোগার যদি হয় তাহলে বলবো ঠগ বাঁচতে যাবার কি দরকার? গাঁয়ের ঠগ বাছতে গিয়ে দেখা গেল একে একে গাঁয়ের সবাই লাইন দিয়ে ঠগের জন্য চিহ্নিত লাইনে দাঁড়িয়ে পড়লো আর অন্যদিকে দাঁড়িয়ে শুধু একা আমি। সেই একা আমি হলাম সবচেয়ে বড় ঠগবাজ। যার কাজ ঠগ বাছা। তাই বলি বন্ধু তুমি কোনোদিকে তাকিয়ো না। সবার মধ্যেই কমবেশী চৌর্যবৃত্তি আছে। তবে বাগানের ফুল চুরি, আম চুরি আর পুকুর চুরি কি এক হ'ল? বই চুরি আর বৌ চুরি কি একই গোত্রের? যে চুরি আমার সত্তাকে ধ্বংসের চরমে নিয়ে যায়, নিয়ে গিয়ে আমার চারপাশকে বিষাক্ত, কলুষিত করে তুলে ধ্বংস স্তুপে পরিণত করে সে চুরি শুধু চুরি নয় ঘোর কলির অশনি সংকেত। তাই বন্ধু, 'Honesty is the best policy' জীবনকে মধুময় করে তোলে। কিন্তু আমি অনেস্ট এ কথা আমি বুকে হাত দিয়ে তখনই বলতে পারবো যখন আমার জীবনে থাকবে জীবন্ত জীবনেশ্বর আর জীবনেশ্বর আমার জীবন যন্ত্রের হবে যন্ত্রী!!!!!
No comments:
Post a Comment