Powered By Blogger

Friday, October 8, 2021

কবিতাঃ রাখো হাতে হাত!

বন্ধু! এসো না হাতে হাত রাখি!
হাতে হাত রেখে সূর্যস্নাত আলো ঝলমলে ভোরে
গেয়ে উঠি দয়ালের গান!
কখনো বা বৃষ্টিভেজা সকালে নরম আলোয়
দয়ালের প্রভাতী প্রার্থনার সুরে মিলিয়ে সুর
ভেদাভেদ হিংসা দ্বেষ ভুলে
মিলেমিশে হ'য়ে যায় এক মন এক প্রাণ!
এসো না বন্ধু! রাখো না হাতে হাত!
বন্ধু! তুমি কি শোনোনি মহাসিন্ধুর ওপার থেকে
ভেসে আসা সেই সংগীত!?
যে গীত সুরের ঝংকার তুলে বলে,
এসো, এসো প্রিয়ে! এসো মোর বুকে
তুমি যে আমার পরাণ ভ্রমর, তুমিই যে আমার প্রীত!
বন্ধু! তুমি তো দয়ালের সৃষ্টির 
অনু পরমাণুর মত একটা ক্ষুদ্র অংশ!
যেমন সূর্য থেকে ছড়িয়ে পড়া মহাকাশের বুকে
গ্রহ থেকে গ্রহান্তরে ছড়িয়ে পড়া কিরণ!
সেই কিরণ তুমি কি দেখনি বন্ধু? 
দেখনি কি বৃষ্টিস্নাত পদ্মপাতায়
হীরের মত জ্বলজ্বল করা বৃষ্টির এক ফোঁটা জল?
আর সেই জলে সূর্যের কিরণের রুপ!?
দেখনি কি সেথায় সেই স্বচ্ছ ফোঁটা জলের বুকে
মাথার ওপরের ঝলমলে সূর্যের প্রতিবিম্ব!?
দেখনি কি সেথায় টলটলে পদ্মপাতায় ছোট্ট এক সুর্য!?
তুমিও তো তাই! 
তুমিও তো সেই ছোট্ট সুর্যের মত
ছোট্ট ক্ষুদ্র এক প্রতিবিম্ব 
বিশাল এই ধরার বুকে বিরাট ঈশ্বরের!
ছোট্ট ক্ষুদ্র এক ঈশ্বর তুমিও তো হে আমার বন্ধু!
তুমি কি ভুলে গেছ তোমার স্বরূপ!?
বাঘের ছানা তুমি ছাগলের ছানার ভিড়ে ঘুরে বেড়াও
ভুলে গিয়ে স্বরুপ ব্যা ব্যা ডাকে নিজ অস্তিত্বকে
বারংবার ক'রে বলাৎকার নিজের ইজ্জৎ হারাও!
এসো বন্ধু! এসো! হাতে রাখো হাত!
দোঁহে মিলে যাবো চলে দয়াল প্রভুর চরণতলে
যেথা দয়াল আমার আছে বসে
তোমার আসার পথ চেয়ে হায়! 
শবরী সেজে দিনের পর দিন রাতের পর রাত!
এসো বন্ধু! এসো, রাখো হাতে হাত।
হে বন্ধু! হে আমার সখা! ফিরে এসো, এসো ফিরে;
অন্ধকার তমসাচ্ছন্ন বৃত্তি প্রবৃত্তির নীড়ে
থেকো না তুমি আর।
চলো ফিরে, ফিরে চলো বন্ধু!
পরবাস ছেড়ে নিজ নিকেতন
যেথা আছে বসে প্রভু আমার,
আমার দয়াল নারায়ণ!

No comments:

Post a Comment