হে দয়াল! কিছুই করতে পারি না আমি!
জীবনে কিছুই করতে পারিনি!
জীবন যুদ্ধে ভালো মানুষীর পথে লাথিঝাঁটা
আর সহস্র বাধা শুধু সম্বল ক'রে আজ
অস্তাচলের পথে তবুও সত্যের পথে লড়াইয়ে
হারিয়ে অনেক কিছু তোমার দয়ায় হারিনি।
কিন্তু জীবনে কিছুই করতে পারিনি!
তুমিই জানো দয়াল কি পেরেছি আর কি পারিনি!
সেই যে কবে কোন ছোটোবেলায় পড়েছিলাম
তুমি বলেছিলে,
অর্থ মান আর যশের আশায় তোমায় না ধরতে!
ঠাকুরত্ব না জাগলে হবে কেন্দ্রহীন জীবন আর
ফাঁকি দিলে জীবনে ফাঁকি পেতে হবে!
সেই যে কবে কোন ছোটোবেলায় ফটো বাঁধিয়ে
পড়ার টেবিলের সামনের দেওয়ালে
রেখেছিলাম মাথার ওপর ঠাঙ্গিয়ে!
আজও আছে তা সযতনে হয়েছে পুরাতন
কিন্তু মিটিমিটি হাসে আমার দিকে চেয়ে
কথাগুলি রতন! মনে হয় যেন বলে,
কি পেলে? পেয়েছো কিছু?
মেনে জীবনভর আমায় চেহারায় ছাড়া পরিবর্তন?
নীরব আমি, স্থির চোখের তারা আমার বলে,
সময় গিয়েছে ব'য়ে দিনগত পাপ ক্ষয়ে ক্ষয়ে
যদি ক'রে থাকি কিছু এ জীবনে অজান্তে! কিন্তু
কপটতা আর ভন্ডামির হাতে করিনি সমর্পণ
নিজেরে কখনও কোনওদিন কোনও কিছুর তরে।
জীবনে পাইনি কিছু, হ'ইনি ও হয়নি কিছু, দুঃখ নেই তাতে
তোমার দয়ায় হারিনি আমি, কম্প্রোমাইস করিনি কারও সাথে।
না পারি নাম করতে তোমার,
না পারি তোমার ধ্যান!
না পারি কাউকে ভালবাসতে
দয়াল এমনই আমি নাকি অজ্ঞান!
পারি শুধু নাকি করতে তাফাল হ'য়ে মহাকাল
হিংসা, নিন্দা, কুৎসা আর বদনাম
করে যারা তোমার আর তোমার পরিবারের বিরুদ্ধে
আর ভন্ডামি কপটতাকে ক'রে সাথী
যারা মারে ঘোড়া হাতি রাতারাতি
তোমাকে ক'রে আয়ের উপকরণ
তাদের বিরুদ্ধে নাকি আমি করি বাওয়াল!
এমনই তোমার ভক্ত আমি নাকি অজ্ঞান!
তবে তাই হ'ক, অজ্ঞান আমি মহা ভাগ্যবান।
দয়াল! দয়া করো! দয়া ক'রে দাও শক্তি
তোমাকে করতে ভক্তি, করতে তোমার নাম!
দয়া করো অধমেরে পারি যেন করতে তোমার ধ্যান।
কে তুমি!? এখনও তাই-ই জানলাম না আমি!
জীবন যাচ্ছে চ'লে, অস্তাচলে;
দয়াল! এমনই বাচ্চা শুয়োর আমি!
গলায় ঝুলিয়ে রকমারি ডিগ্রী যারা ওয়াষ্ট পেডিগ্রী
মারছে শালা হাঁকডাক!
গল্পে, কবিতায়, গানে আরও রকমারি নানা স্থানে
হাওয়াই উড়িয়ে কথার ফোয়ারা দিচ্ছে লম্ফ দিয়ে ঝাঁপ!
তাদের বিরুদ্ধে বললে বলে,
হে দয়াল! আমি নাকি শালা রাফ এন্ড টাফ!
No comments:
Post a Comment