যত তোমার থেকে দূরে গেছি তত মন বলেছে,
'ফিরে চল মন! ফিরে চল নিজ নিকেতন!'
কবিতায় যত ডুব দিই তত পঙক্তি বলে,
ছলে বলে কৌশলে এ আবর্জনা ফেলে
ফিরে চল, ফিরে চল মন নিজ নিকেতন!
যেথা আছে আমার বড় প্রিয়, বড় আপনজন!!'
যত হ'ই একেলা প্রিয়জন ছেড়ে দূরে
অবহেলায় ভরা রিক্ত জীবন বলে,
ফিরে চল, ফিরে চল মন আপন কেতন
যেও না দূরে মরীচিকায় ঘেরা রঙিন নীড়ে
যেথা আছে ঘিরে রিপুর ভিড়ে লুকিয়ে শাতন!
হে দয়াল!
পারি না ফিরিতে, কিছু পারি না বলিতে, পারি না সহিতে আর.........
বিচ্ছেদ ব্যাথায় কাতর মাখিয়ে যন্ত্রণার আতর
বোবা আমি একা হ'য়ে বোকা
স্মৃতি নিয়ে আছি শুধু আজ বেঁচে!
হে দয়াল! হে সখা আমার!
স্মৃতি নিয়ে চাই চলে যেতে প্রভু তোমার!!
কিন্তু কেন জানি বলে মন যখন তখন
থাক চাপা যত ভাল মন্দ পুরাতন.........,
ঝাঁপি খুলে যাক আর চাই না এখন!
স্মৃতির যাতনা ভুলে যেতে চাই
মনে করি ছিল না কিছু কখনও, এখনও নাই।
চাহি না করিতে মনে আর
বিগত দিনের ছবি বারবার
চাই স্মৃতিভ্রংশ শেষ জীবন!
চাই এক শান্ত শান্তিময় নিরালা নিকেতন!
দয়াল! চাই সুখময় শান্তিময় নিভৃত এক জীবন!
শুধু তুমিময় এক জীবন!
No comments:
Post a Comment