যাচাই ক'রে বাছাই নাকি বাছাই ক'রে যাচাই!?
কোনটা রাখবে কোনটা ফেলবে
কোনটা নেবে না আর কোনটা নেবে
জীবন মাঝে যাই-ই করো না যাচাই-বাছাই
আর যতই করো চলার পথে ঝাড়াই মাড়াই
নও গো তুমি মানুষ দ্রষ্টা, নও গো তুমি স্রষ্টা
যে আগাম তুমি পারবে বুঝতে, পারবে ধরতে
হাত দিলে কোনটা হবে আর কোনটা হবে না ছাই।
যতই করো না কেন ঝাড়াই-বাছাই আর যতই করো যাচাই!
চলার পথে জীবন মাঝে সকাল থেকে রাত্রি
হে আমার সহযাত্রী নয়তো কিছুই নিখুঁত
শৈশব কৈশোর যৌবন পেরিয়ে আজ
মাথায় প্রৌঢ়তার তাজ চলতে গিয়ে দেখি সবতেই খুঁত!
জীবনভর চেয়েছি অনেক কিছুই করেছি ঝাড়াই বাছাই
মঙ্গল-অমঙ্গল কি হবে না হবে তা করিনি যাচাই!
মনের মাঝে নানা ইচ্ছে উঠেছিল যা আলটপকা জেগে
সেই ইচ্ছের ডানায় চেপে নিজেকে দিয়েছি উড়িয়ে
উড়তে উড়তে কোথায় যাবে জটায়ু হবো কিনা শেষে
বৃত্তি বেহুঁশ মাতাল জীবন দেখেনি তা ভেবে!
তাই তো বলি, হে আমার বন্ধু! হে আমার সহযাত্রী!
পরমপিতাকে রাখলে ধ'রে চলনপুজো করলে পরে
তাঁর দয়াতে সব পাওয়া যায় জীবন জুড়ে যা আমি চাই!
গহীন রাত্রি শেষে যেমন ফোটে ভোরের আলো
ঠিক তেমনি দেখতে পাবে তাঁর দয়াতে জীবন জুড়ে তোমার
সব গিয়েছে মুছে যা ছিল তোমার আলকাতরা কালো!
বুক ভরা কফ! ঘন জমাট হলুদ কফ দুর্গন্ধ খাসা!
ফেঁপড়া গিয়েছে ঢেকে বিপদ আসছে ঝেঁপে
নেই তাতে একরত্তি ভালো বাসার আশা! আর ভালোবাসা দুরাশা!!
তাঁর স্পর্শে খারাপ বাসা যায় হ'য়ে যে ভালো
ভালোবাসায় ঘর ভরে যায় দখিনা বাতাস যায় ব'য়ে যায়
আঁধার ঘিরে আছে যে জীবন জ্বলে সেই জীবনে আলো!
No comments:
Post a Comment