আমরা স্মৃতি নিয়েই বাঁচি, স্মৃতি নিয়েই মরি। কিন্তু ভাবি বেঁচে থাকতেই কেন স্মৃতি নিয়েই আমরা বাঁচি? কেন আমরা বেঁচে থাকাকালীন স্মৃতি নিয়ে বাঁচবো? যেদিন আমরা বা আমি বেঁচে থাকবো না সেদিন আমার যদি কেউ প্রিয়জন থাকে তাহ'লে সে বা তারা আমার সঙ্গে তাদের আমার বেঁচে থাকাকালীন কাটানো দিনের বিভিন্ন মুহুর্তগুলি স্মরণ ক'রে বেঁচে থাকতে পারে, সেই আনন্দের দিনগুলি স্মৃতি হ'য়ে ফিরে আসতে পারে আর তখন ভারাক্রান্ত মন বলতে পারে স্মৃতি নিয়ে বাঁচি আর স্মৃতি নিয়ে মরি। তাই না?
কিন্তু বেঁচে থাকাকালীন কেন তা হবে? আমরা যেন আমাদের একসঙ্গে কাটানো দিনগুলি, কাটানো সুন্দর দিনগুলির মুহূর্তগুলি যেন বেঁচে থাকাকালীন ভুলে না যায়, ভুলে গিয়ে পারস্পরিক সম্পর্কগুলি ছিন্ন না করি। মৃত্যুর পর যখন আর এই শরীরে থাকি না তখন না হয় বেঁচে না থাকার কারণে সম্পর্ক ছিন্ন হয় তখন নাহয় স্মৃতি নিয়ে বেঁচে থাকবো বা থাকার কথা উঠবে।
তাই আসুন বেঁচে থাকাকালীন যেন আমরা কেউ স্মৃতি নিয়ে বেঁচে না থাকি। আর্থিক কারণে হ'ক বা সামাজিক পরিস্থিতির কারণে কিম্বা যে কোনও শারীরিক দূরত্বের কারণেই হ'ক আমরা যেন বেঁচে থাকাকালীন মানসিক দূরত্বের অবস্থার মধ্যে দিয়ে নিজেদের নিয়ে না যায়। অন্তত এইটুকুও অর্থাৎ মানসিকভাবে যদি কাছাকাছি থাকা যদি থাকে তাহ'লে ফোনের মাধ্যমে আমরা পরস্পর বিগত সুখের দিনগুলি, আনন্দের দিনগুলি শেয়ার করতে পারি এবং আবার পরিস্থিতি স্বাভাবিক হ'লে আবার সবাই একসঙ্গে এক হ'য়ে স্মৃতিকে জীবিত ক'রে তুলতে পারি অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে।
তাই বলি, আবার ফিরে আসুক সবার সব পুরোনো আনন্দের দিনগুলি।
No comments:
Post a Comment