Powered By Blogger

Friday, October 8, 2021

কবিতাঃ তবে তাই-ই হ'ক। (২)

হে সর্বশক্তিমান ঈশ্বর!
তোমার সৃষ্ট রক্তমাংসের পুতুল যদি দাদাগিরি
দেখাতে পারে তোমার তৈরি দুনিয়ার বুকে!
বাজিয়ে মৃত্যুর দামামা বিশ্বের তাবড়-তাবড় দাদারা
মারতে পারে মানুষ ধ্বংস সুখের উল্লাসে!
ধ্বংস করতে পারে সমাজ সভ্যতা!
শ্মশান ক'রে দিতে পারে জনপদ!
স্বর্গভুমিকে করতে পারে নরক গুলজার!
করতে পারে বিকৃত আনন্দে নৃত্যের ছন্দে
নৃশংস অত্যাচার আর লুটতরাজের নির্লজ্জ কারিকুরি!
দু'দিনের জন্য এই পৃথিবীতে এসে দুর্বলের উপর
চালায় শাবল মনে ক'রে নিজেকে একমাত্র সবল!
তাহ'লে তুমি কেন একবার দেখাও না তোমার দাদাগিরি?
কেন তুমি অসীম মমতায় বৃথা আশায় করো মাফ বারবার
যখন করে তারা সীমাহীন বাড়াবাড়ি!?

হে দিন দুনিয়ার মালিক!
হে আমার পরমপিতা!
কোথায় তোমার সেই রুপ ভয়ালদর্শন মারাকাটারি!?
হে আমার দয়াল! ছেড়ে তোমার দয়াল রুপ
ভয়াল রূপে আরও একবার তুমি প্রকট হও।
বাঁশরী ছেড়ে বিশাণ তুলে নাও হাতে।
রণদুন্দভির বিকট আওয়াজে ফেটে
চৌচির হ'য়ে যাক দিগ্বিদিক আর পাপের কালো আকাশ!
এনাফ ইজ এনাফ!
আর কত দয়াল সেজে করবে তুমি মাফ!
ক্ষমতার দম্ভে যারা আজ পৈশাচিক উল্লাসে প্রতিমুহূর্তে
সভ্যতাকে করছে সাফ তাদের তুমি কেন করছো মাফ?
কেন তুমি তাদের কাছে হ'য়ে উঠছো না ভয়াল,
হচ্ছো না রাফ এন্ড টাফ!?
আমরাও যারা তোমার রক্তমাংসের তৈরি পুতুল
হচ্ছি প্রতিদিন প্রতিরাত তাদের হাতে বিনাশ
তুমি কেন তাদের দিচ্ছো সুযোগ আমাদের লাশের উপর
বসে করতে চূড়ান্ত ভোগ বিলাস!?
যদিও জানি আমরা তোমার অপদার্থ দূর্বল সন্তান
সাধারণ অতি সাধারণ আমরা পারি না নিজেদের
বাঁচাতে বাড়াতে, পারি না করিতে রক্ষা নিজ মান সম্মান।
পারি শুধু কাঁকড়ার চরিত্র হ'য়ে নিজেদের নিজেরা করতে খানখান!

হে দয়াল! ক্ষমা করো, করো ক্ষমা মোদের, হও তুমি দয়াল ভয়াল!
সে দিন গত! এক এক ক'রে বারেবারে বহাল তবিয়তে
আজকের শিশুপালদের দেবে তুমি
একশো সুযোগ হ'তে পরিবর্তিত!?
আজও শিশুপালেরা আছে; তোমায় দেখে
তোমার নাম শুনে অট্টহাস্যে বিকৃত নাচ নাচে!
পোকামাকড়ের মত যারা টিপে মারে মানুষ
ধ্বংসলীলায় যারা উন্মত্ত ষন্ড সেজে করে লন্ডভন্ড
দুনিয়া জুড়ে যারা করছে আসুরিক হিক্কারে লম্ফঝম্প
তোমার এই পৃথিবীকে যারা বানিয়েছে লাশকাটা ঘর
নেই কোনও ভয়ডর বিষাক্ত নিশ্বাসে বিষিয়ে তুলে বাতাস
জীবনকে যারা ক'রে তুলেছে দুর্বিষহ!
ক্ষমতার দম্ভে হ'য়ে পাগল যারা একেলাই করছে
তোমার যা কিছু সৃষ্ট সম্পদ ভোগ!
তাদেরও কি করবে ক্ষমা দেবে আরও আরও সুযোগ
করতে স্বর্গ শ্মশানভুমি, করতে বিকৃত উল্লাসে ভোগ!?
তবে তাই-ই হ'ক।

No comments:

Post a Comment