এসো! এসো বন্ধু! রাখো বিশ্বাস তাঁর চরণে!
দাও
সঁপে নিজেকে একবার সম্পূর্ণভাবে
দু:খ, কষ্ট, জ্বালাযন্ত্রণা
সব উবে যাবে
নিশ্চিত
তাঁর দয়ায়; তাঁরে ভালোবাসলে পরে।
সব বাধা যাবে সরে,
যাবে সব বন্ধ দরজা
খুলে
জীবনভর
যা করেছো অজস্র ভুলের ঝুল যাবে ঝ'রে
নিলে
তাঁকে জড়িয়ে হৃদমাঝারে অবিশ্বাস ভুলে।
এসো!
এসো বন্ধু! তিনি ডাকছেন তোমায়
নাও
তাঁকে জড়িয়ে বুকে, নাও তুলে মাথার
'পরে
এসো
ইগো আর অবিশ্বাসের বাঁধন
ছিড়েখুঁড়ে
দাও
তাঁরে সুযোগ করতে তাঁর দয়া
উপভোগ
তাবিজ
মাদুলি তুকতাক ঝাড়ফুঁক পায়ে দ'লে।
নিশ্চিত
তাঁর দয়ায় যাবে বন্ধু
তুমি তরে
'দের
হ্যায় লেকিন অন্ধেরা নেহি হ্যায়' বিশ্বাস
ক'রে।
বিশ্বাস!
বিশ্বাস! বিশ্বাস! বিশ্বাসে শক্তি আর
বিশ্বাসেই
আছে অফুরন্ত বুকভরা সাহস,
বাঁচার
নিশ্বাস আর আশ্বাস!
দাঁড়াও!
উঠে দাঁড়াও! ঘুড়ে দাঁড়াও!
রাধাস্বামী
ব'লে দাও ঝাঁপ!
এ নয় বিষাক্ত রাজনীতির
মিথ্যে কথার ঢাক!
নয় এ বৃত্তি-প্রবৃত্তিতে
আপাদমস্তক ডুবে থাকা
লেখাপড়াজানাওয়ালা
অশিক্ষিত মানুষের
কথার
ফুলঝুরি ওড়ানো হাঁকডাক!
এ দয়াল প্রভু পরমপিতার
ডাক!
এ ডাক সৃষ্টিকর্তা পুরুষোত্তমের
ডাক!
ঘোর
অন্ধকারে আলোর ঝাঁক!
তমসার
পার অচ্ছেদ্যবর্ণ মহান পুরুষ
ইষ্টপ্রতীকে
আবির্ভূত জীবন্ত ঈশ্বরের
আর্যকৃষ্টি
সম্ভূত জীবনবাদের ডাক!!
এসো।
এসো বন্ধু।
এসো,
অবিশ্বাসের বাঁধন ছিঁড়ে দাও ঝাঁপ।
No comments:
Post a Comment