Powered By Blogger

Saturday, October 9, 2021

কবিতা/গান বহে বহে প্রিয়-------

বহে বহে প্রিয় দেখো প্রেমজল

ফেনিল হয়েছে চুমে অধর শীতল।

বহে বহে প্রভুর চোখে প্রেমজল।

বহে বহে চোখে বহে প্রেমজল।

হেরিয়া প্রভুর চোখে

প্রেমবারি দিনে রাতে

কাঁদি আমি আনন্দতে ঝরিছে বাদল।

বহে বহে প্রভুর চোখে প্রেমজল।

বহে বহে প্রিয় দেখো প্রেমজল।

মরুবুকে প্রভু এলে

(নিয়ে) প্রেমবারি আঁখি তলে

তৃষিত বুকে বহে প্রেম যে কেবল.

বহে বহে চোখে বহে প্রেমজল

বহে বহে প্রভুর চোখে প্রেমজল।

প্রেম চোখেমুখে

মুছায়ে দেয় আঁখিজলে

শিউড়ে ওঠে হৃদয় তাঁর প্রেমের আঁচল।

বহে বহে প্রিয় যে প্রেমজল।

বহে বহে চোখে বহে প্রেমজল।

ফেনিল হয়েছে চুমে প্রভুর শীতল।

বহে বহে প্রিয় দেখো প্রেমজল।

কেন মন অকারণ

কেঁদে মরিস অনুক্ষণ

হাসিতে চাহি খালি কাঁদিলি কেবল।

বহে বহে প্রিয় যে প্রেমজল।

বহে বহে চোখে বহে প্রেমজল।

ফেনিল হয়েছে চুমে প্রভুর শীতল।

বহে বহে প্রিয় দেখো প্রেমজল।

 

No comments:

Post a Comment