Powered By Blogger

Friday, October 8, 2021

কবিতাঃ আশার মশাল!

সকাল কেটে সন্ধ্যে, সন্ধ্যে কেটে রাত
রাত পার হ'য়ে আসে আবার সকাল।
এমনিভাবেই দিক ফেরতা ছুটে বেড়ায় হ'য়ে নাকাল
হাত ফেরতা হাত মন কি বাত!
কি বলে মন? যখন তখন?
বাঁচার কথা? বেড়ে ওঠার কথা?
স্বপারিপার্শ্বিক আনন্দে থাকার কথা?
দয়াল প্রভুর আগমনের বার্তা?
নাকি শুধুই আশার মোড়কে ঝুড়িঝুড়ি
মিথ্যের ঝলকানি আর কথার ফুলঝুরিতে
মানুষকে বাঁচা বাড়ার প্রলোভন দেখিয়ে
নীরবে নিভৃতে নিখুঁত পরিকল্পনায়
দিই ভাসিয়ে ভবিষ্যৎ হানাহানির কানাকানি
সেজে ব'সে দিন দুনিয়ার হর্তা কর্তা বিধাতা!?
কি বলে মন!? যখন তখন?
মাঝরাতে ঘুম থেকে উঠে ব'সে বলে,
'উঠ ছুড়ি তোর বিয়া'-র মতন
চল সাজানো বাগান দিই ক'রে লন্ডভন্ড হ'য়ে ষণ্ড
হ'য়ে কিলবিশ ভয়ানক শাতন!
মন! দুনিয়া জুড়ে মাথা খুঁড়ে মরে
দেশে দেশে ঘরে ঘরে দু'দিনের জন্য আসা
এই দুনিয়ায় ক্ষণস্থায়ী জীবন! কেন!?
তুমি কি তা ভেবে দেখো না মন?
শয়তানের বিষাক্ত ছোবলে ক্ষতবিক্ষত কেন তোমার জীবন!?
ভয়ানক বিষে বিষাক্ত তোমার মন, হৃদয়!
বিবেকহীন মানুষ কি কখনো আপন কারো হয়!?
নিঃসঙ্গ জীবন তোমার হয় হতাশা আর অবসাদে ক্ষয়।
কেন মন!? কেন হয় এমন!?
তুমি কি জানো না কেন হয় মন তব অকারণ উচাটন!?
মন কোথায় তুমি করো বাস? কোথায় থাকো পড়ে দিনরাত?
রিপু তাড়িত মনে বৃত্তি-প্রবৃত্তির তীব্র টানে
বেসামাল জীবন তোমার মন হাত পেতে নিচ্ছো খয়রাত।
ফিরে চলো, ফিরে চলো মন, ফিরে চলো নিজ নিকেতন!
ফিরে চলো মিথ্যে, কপট আর মৃত্যুর আধার চূর্ণ ক'রে
আলোময়, রুপময়, রসময় যে জীবন সে জীবন মাঝে
পিছনে ফেলে সব নীচতা, কুটিলতা আর হিংসা, ঘৃণা যা সব তা
এসো আলোর সাগরে করি অমৃতের মন্থন!
শোনো মন! শোনো বেহাল জীবন!
মাভৈ! ব'লে ডাকছে দয়াল!
বলছে হেঁকে ডেকে ডেকেঃ
এসো মোর প্রিয়ে! এসো মোর কাছে
ভেঙ্গে চুরমার ক'রে আছে যা কিছু মিছে
জীবন মাঝে পিছে মন্দ, ভয়াল!
এসো! এসো বন্ধু! ডাকছে তোমায় দয়াল!
হতাশাগ্রস্থ অন্ধকার জীবন ঝেড়ে ফেলে
আলোর নিশান হাতে জ্বালো আশার মশাল!

No comments:

Post a Comment