Powered By Blogger

Saturday, October 9, 2021

জীবন করো সার্থক!

 এসো-------

লেখক, কবি, শিল্পী তোমরা আছো যত বিশ্বে

লেখ কবিতা, গল্প, প্রবন্ধ, উপন্যাস আর আঁকো ছবি,

গাও মানবতার জয়গান বিবেককে রেখে সাক্ষী।

তোমাদের দিকে আছে চেয়ে সিক্ত চোখে দয়াল;

ঈশ্বর তুমি মানো আর না-মানো

তাঁর জীবন্ত উপস্থিতি জানো আর না জানো

হও তুমি আস্তিক কি নাস্তিক

কাঁদে মানুষের তরে তাঁর প্রাণ চিরকাল!

সত্য, চিরসত্য, তিন সত্য;

জীবন্ত 'য়ে আসেন তিনি বারেবারে

পান্ডিত্যের ঠুনকো অহঙ্কারে রাখো তাঁরে 'রে ব্রাত্য!

আমাদেরই তরে জেনো তুমি আসেন তিনি নিশ্চিত!

তোমাদের কাছে তাঁর আহবান---

উঠাও কলম আর হাতে ধরো তুলি

শব্দ আর রঙ দিয়ে আঁকো জীবনের ছবি।

গানে গানে দাও ভরিয়ে ভুবন জীবনের তরে

বাঁচা আর বাড়ার গানে জাগাও জীবন

বৃত্তি প্রবৃত্তির জাল ছিন্ন 'রে;

এসো বেরিয়ে রিপু তাড়িত জীবন থেকে

নয় মরণ, নয় তরণ থাকো জীবন নিয়ে শুধু মেতে।

তাত্ত্বিক আমেজে মগ্ন 'য়ে আর

একচক্ষু হরিণ 'য়ে নয় থাকা,

নয় মিথ্যের বেসাতি 'রে জীবনে বেঁচে থাকা!

তুমি কবি, তুমি শিল্পী, তুমিই লেখক গায়ক

মনে রেখো নও তুমি হাল্কাপুল্কা সস্তা তালিবানি নায়ক!

মহাভারতের ভীষ্মের মত যত কলঙ্কিত চরিত্র 'য়ে

থেকো না তুমি মুখ ফিরিয়ে সত্য থেকে,

থেকো না তুমি রত্ন, বিভূষণ, ভূষণ আর শ্রী- লোভে

সস্তা জীবনের অধিকারী 'য়ে।

তোমার কলম গর্জে উঠুক, গর্জে উঠুক মিথ্যে আর

কপটতায় ভরা নিজের নীল মূত্রপাতের বিরুদ্ধে!

সত্যকে করো তুমি অন্বেষণ, সত্যিকে করো উন্মোচন

তোমার বুদ্দিদীপ্ত বলিষ্ঠ কলমের আঁচড়ে!

তোমার মেধা, তোমার বুদ্ধি, তোমার জ্ঞান

নয়তো সহজলভ্য, তোমার ধমনিতে 'য়ে যাওয়া

পূর্বপুরুষের গুণাবলী 'রো তাকে তাঁদের সম্মান।

দিও তাকে ইজ্জৎ স্বস্তি আর আত্মার আরাম!

দিও না তাকে বিকিয়ে রিপু তাড়িত বৃত্তি-প্রবৃত্তির টানে,

দিও না তাকে যেতে হারিয়ে কুচক্রীর চোরাগলিতে।

মানো আর না মানো তাঁকে কিম্বা আমার কথা

মানো নিজের অস্তিত্ব আর অস্তিত্বের ব্যথা।

তোমার অস্তিত্বের উৎকর্ষতাকে দিও না 'তে বিলুপ্ত

তোমার পরবর্তী প্রজন্মের 'য়ে যাওয়া ধমনীতে

অকৃতজ্ঞতা, বেইমানি আর নেমকহারামির

বিষাক্ত ছোঁয়ায় আর কুসংস্কারের হাতছানিতে।

এসো কবি! এসো লেখক! যত বুদ্ধিজীবী!

চুরাশি লক্ষ যোনি ভ্রমণ 'রে অবশেষে আসা

মনুষ্য জীবন করো সার্থক তুমি।

 

No comments:

Post a Comment