Powered By Blogger

Thursday, October 14, 2021

বুঝে নাও।

 

কেউ কারো নয়! এই দুনিয়ায় কেউ কারো নয়!! 

সময় থাকতে বুঝে নাও!!!'

প্রায় সময় এই ধরণের পোষ্ট দেখতে পাই। বিভিন্ন জনে কবিতায়, গানে, ছড়ায় এই ধরণের মতামত প্রকাশ করে। সময় থাকতে বুঝে নেবার কথা বলে।

তখন মনে প্রশ্ন জাগে, কেন কেউ কারো নয়!?

এই প্রশ্ন কি ভুল? শুধু কতগুলি কথা লিখে দিয়ে পোষ্ট 'রে দিলেই 'লো না; তার ব্যাখ্যা চায়।

কেন কাউকে নিজের 'লে ভাবা ভুল?

আমার ছেলে আমার নয়?

আমার মা আমার নয়?

আমার ভাই, আমার বোন, আমার দাদা-দিদি আমার নয়?

আমার বাবা, আমার মা আমার নয়?

মায়ের ১০ মাস ১০দিনের নাড়ী ছেঁড়া সন্তান মায়ের আপন নয়?

তাহ'লে প্রশ্ন,

আপন কে?

কেন কেউ কারো নিজের নয়?

তাহ'লে দুনিয়ায় কে আপন?

এই দুনিয়া কি মিথ্যে?

আর সময় থাকতেই বা কি বুঝে নেব?

এসবের উত্তর কে দেবে?

যার উত্তর আমার জানা নেই সেই কথা কাউকে 'লে বিভ্রান্ত করার আমার কোনও অধিকার আছে?

কারণ আমার জ্ঞানের অন্ধকারে কেন কেউ ডুবে মরবে?

তার দায় কে নেবে?

তাহ'লে কি করণীয়?

কেউ কি জানে?

অন্তত যারা এই ধরণের পোষ্ট করছে কবিতা, গান, ছড়া ইত্যাদির মধ্যে দিয়ে আশা করবো তারা এই বিষয়ে জানে। যদি জানে ভালো নইলে সাবধান। আর যারা জানবে তারা অবশ্যই বক্তব্যে সংযত, নিয়ন্ত্রিত।

তাই সাধু সাবধান!

 

No comments:

Post a Comment