Powered By Blogger

Tuesday, December 28, 2021

কবিতাঃ জ্যান্ত তিনি নিরন্তর!

২৬/১২/২১ শুক্রবার পূজ্যপাদ শ্রীশ্রীবাবাইদাদা আচার্য পদে অভিষিক্ত হওয়ার পর রচিত। হে আচার্যদেব! তব রাঙা শ্রীচরণে জানাই শত কোটি প্রণাম।

জ্যান্ত তিনি নিরন্তর!
রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত দয়াল নিরন্তর!
চমৎকার লীলা করে প্রভু আচার্য নির্ভর!!
আজও লীলা করে দয়াল আমার
কোনও কোনও ভক্তপ্রাণ দেখিবারে পায়!
তাই তো আমি সব ভুলে জীবনস্বামী
আচার্যদেবের নয়নপানে চেয়ে থাকি সদাই।
চেয়ে দেখো দয়াল প্রভু বাবাইদাদার 'পরে;
সহস্র দিবাকর যেন আঁখি তারায় ঝলমল করে।
নয়ন তো নয় যেন আগুনের গোলা!
ভস্ম করিবার তরে জীবন বিধ্বংসী জীবানুরে
আবির্ভুত হ'লেন আবার আমার দয়াল ভোলা!
আচার্য পরম্পরায় চলে পিতাপুত্রের খেলা!
দয়াল প্রভু আমার দেখো রহস্যময়তায় ঘেরা!!
বর্তমান সৎসঙ্গ আচার্যদেব শ্রীশ্রীবাবাইদাদার
শ্রীচরণে প্রণতি জানাই ; প্রণতি জানাই
তোমারি চরণে হে আচার্যদেব পাই যেন ঠাঁই।
তোমারি পরশে শুরু হ'ক শুধু অন্তহীন পথ চলা
বন্ধ হ'ক আমার অকারণ অর্থহীন কথা বলা।---প্রবি।

No comments:

Post a Comment