সংসার কোলাহল মাঝে;
শত জ্বালা-যন্ত্রণা, বাধা বন্ধন ডিঙ্গিয়ে
মনে হয় মিশে যাই প্রকৃতি মাঝারে।
ছুটে যাই-------
ছুটি কাটাই।
বনে-বনান্তরে, শহরে-নগরে,
গ্রামে-গঞ্জে, পাহাড়ে-সমুদ্রে,
কতশত তীর্থক্ষেত্রে;
ছুটি কাটাই----
স্থলে-জলে-অন্তরীক্ষে।।
তবুও------
বুক জুড়ে হাহাকার;
হিংসা, ঘৃণা, নীচতা আর
কপটতা, নিন্দা, অবিশ্বাস
বেইমানী, হানাহানি, কানাকানি
ভরা বিষাক্ত নিশ্বাস।
শোক, তাপ, জ্বালা, ব্যথা, অপমান,
দুঃখ, গ্লানি, মান-অভিমান;
ঘরে-বাইরে নেই সুখ-শান্তি
মধুরতা হারিয়ে পৃথিবী আজ ক্ষেত্র অশান্তির।
ছুটে যাই-----
স্থলে-জলে-অন্তরিক্ষে;
ছুটি কাটাই-----
অশান্তি, অসংহতি, অমৈত্রী নিয়ে মনোভাব বক্ষে।
আকাশে-বাতাসে ভয় বিভীষিকা
কে জ্বালাবে বলো জীবনের দীপশিখা!?
মানুষে মানুষে শুধু মারামারি
সে পুরুষ হ'ক আর নারী
জীবনের চলার পথে-----
অর্থ, মান আর যশের কাড়াকাড়ি!
সে পুরুষ হ'ক আর নারী!
ছুটি কাটাই------
দিশেহারা মোরা উদভ্রান্ত বক্ষে।
ছুটে যাই-----
স্থলে-জলে-অন্তরিক্ষে।।
তাই তো বলি-----
এসো হিন্দু, এসো মুসলমান,
শিখ, জৈন, বৌদ্ধ, খ্রীষ্টান;
এসো ব্রাহ্মণ, এসো চন্ডাল,
পাপীতাপী এসো যত মূর্ত শয়তান।
এসো সাম্যবাদী, যত ধর্ম বিরুদ্ধবাদী,
যুক্তি, বিজ্ঞান আর যত মতবাদী।
এসো ধার্মিক, অহঙ্কারী, অজ্ঞানী পন্ডিত;
এসো দেশপ্রেমিক আর জনপ্রতিনিধি
এসো বিশ্বের যত সাম্রাজ্য আর জীবনবাদী।
এসো-------- এ-----সো,
দুঃখ, গ্লানি, মান-অভিমান;
ঘরে-বাইরে নেই সুখ-শান্তি
মধুরতা হারিয়ে পৃথিবী আজ ক্ষেত্র অশান্তির।
ছুটে যাই-----
স্থলে-জলে-অন্তরিক্ষে;
ছুটি কাটাই-----
অশান্তি, অসংহতি, অমৈত্রী নিয়ে মনোভাব বক্ষে।
আকাশে-বাতাসে ভয় বিভীষিকা
কে জ্বালাবে বলো জীবনের দীপশিখা!?
মানুষে মানুষে শুধু মারামারি
সে পুরুষ হ'ক আর নারী
জীবনের চলার পথে-----
অর্থ, মান আর যশের কাড়াকাড়ি!
সে পুরুষ হ'ক আর নারী!
ছুটি কাটাই------
দিশেহারা মোরা উদভ্রান্ত বক্ষে।
ছুটে যাই-----
স্থলে-জলে-অন্তরিক্ষে।।
তাই তো বলি-----
এসো হিন্দু, এসো মুসলমান,
শিখ, জৈন, বৌদ্ধ, খ্রীষ্টান;
এসো ব্রাহ্মণ, এসো চন্ডাল,
পাপীতাপী এসো যত মূর্ত শয়তান।
এসো সাম্যবাদী, যত ধর্ম বিরুদ্ধবাদী,
যুক্তি, বিজ্ঞান আর যত মতবাদী।
এসো ধার্মিক, অহঙ্কারী, অজ্ঞানী পন্ডিত;
এসো দেশপ্রেমিক আর জনপ্রতিনিধি
এসো বিশ্বের যত সাম্রাজ্য আর জীবনবাদী।
এসো-------- এ-----সো,
ছুটে এসো, চলে এসো
এসো বিশ্বের কোটি কোটি।
এসো কামুক, এসো ক্রোধী
মোহাচ্ছন্ন, পরশ্রীকাতর, হিংস্র, লোভী।
এসো শাক্ত, এসো শৈব,
এসো ব্রাহ্ম, এসো যত বৈষ্ণব,
এসো বিশ্বের কোটি কোটি।
এসো কামুক, এসো ক্রোধী
মোহাচ্ছন্ন, পরশ্রীকাতর, হিংস্র, লোভী।
এসো শাক্ত, এসো শৈব,
এসো ব্রাহ্ম, এসো যত বৈষ্ণব,
এসো বিশ্বের কোটি কোটি।
বুক ফাটো ফাটো ক'রে এসো
ভালোবাসার তীরে এসো
প্রেম নগরে এসো
ভালোবাসার সমুদ্রে স্নান করি এসো।
ছুটে এসো- চলে এসো
ভালোবাসার তীরে এসো
প্রেম নগরে এসো
ভালোবাসার সমুদ্রে স্নান করি এসো।
ছুটে এসো- চলে এসো
ভালোবাসার সমুদ্র ঐ ডাকছে শোনো।
শোনো-------- শো-------নো----।
আলোময়! রূপময়! মধুময়!
ভালোবাসার সুধা হাতে সুধাময়!
ওই-যে চেয়ে আছে রসরাজ রসময়!
জীবনের প্রতিকূলে অনুকূল প্রেমময়!!
প্রেমময়----------! প্রেম-------ময়------!!
.
আলোময়! রূপময়! মধুময়!
ভালোবাসার সুধা হাতে সুধাময়!
ওই-যে চেয়ে আছে রসরাজ রসময়!
জীবনের প্রতিকূলে অনুকূল প্রেমময়!!
প্রেমময়----------! প্রেম-------ময়------!!
.
.
No comments:
Post a Comment