বিবেক বলে, মন! আমার কথা শোন,
ওরে আমার কথা শোন!
জীবন সূর্য যাচ্ছে চ'লে পাটে অস্তাচলে
এখনও আছে সময় যদিও শেষবেলা
তাই ব'লে করিসনে হেলাফেলা অবহেলা।
তোর তন-মন-ধন শোনরে আমার মন
যা কিছু আছে তোর জীবন মাঝে ধন
কর রে তাঁর চরণতলে চলনপুজার তরে
ভক্তি বিনম্র চিত্তে অর্পণ।
বিবেক বলে, মন! কেন করো উচাটন?
পিংপং বল যেমন করে তেমন করছো যখন তখন!
আদর্শ হীন জীবন জেনো বকলেশ হীন যৌবন
আন্দাগুন্দা মারছে ঢুঁ বকনা বাছুর যেমন।
প্রাণপনে আঁকড়ে ধরো তাঁরে
আদর্শ করেছো যারে; পাবে পরিত্রাণ
আস্বাদন করো এই ঘ্রাণ।
মন! আর সর্বশ্রেষ্ঠ জীবন্ত আদর্শ যদি থাকে জীবনে
যারে বলি জীবন্ত ঈশ্বর
গ্রহণ করো তাঁরে আর মেনে চলো তাঁর বিধান
অধৈর্য আর বিরক্তিকে সরিয়ে রেখে দূরে।
জীবনের যত মুশকিল হবে নিশ্চিত আসান!
No comments:
Post a Comment