Powered By Blogger

Tuesday, December 28, 2021

লহ প্রণাম!

 


হে দয়াল! হে আমার প্রভু যীশু!

তুমিই তো আমার নবরূপী অনুকূল!

তোমার প্রেমে, তোমার ভালোবাসায়

আমি শিখেছি জীবনের শেষপ্রান্তে এসে

তোমারই পূর্বরূপ প্রভু যীশুকে ভালবাসতে!

আর তোমারই স্পর্শে জেনেছি তুমিই আমার যীশু

তুমি বিনা, যীশু বিনা জীবনে যদি চাই বাঁচতে

প্রতি দিন প্রতিমুহূর্ত কি ভয়ংকর প্রতিকূল।

তুমিই শেখালে প্রভু বুকে 'রে সবারে

প্রেম ভালোবাসার ঘনীভুত মূর্ত রূপ যীশু!

তুমিই শেখালে নেই যীশু যার জীবনে

প্রেম ভালোবাসাহীন মানবতাবিহীন সে জীবন

ব্যর্থ জীবন; মনো কষ্টে, দেহ কষ্টে দিনেদিনে

বাড়ে সে অভাগা দুর্ভাগা সে শিশু।

তাই আজকের দিনে হে আমার প্রভু যীশু,

হে আমার তমসার পার অচ্ছেদ্যবর্ণ মহান পুরুষ

ইষ্টপ্রতীকে আবির্ভূত পরম প্রেমময় দয়াল

প্রভু অনুকূলের পূর্বরূপ যীশু!

লও তুমি মোর প্রণাম। শতকোটি প্রণাম।

অন্তরের অন্তরস্থিত লক্ষ কোটি প্রণাম।---প্রবি।

No comments:

Post a Comment