Powered By Blogger

Wednesday, December 29, 2021

কবিতাঃ যদি না থাকে-------

আগেও বলেছি, আবারও বলছি, বারবার বলছি

ধর্ম পালনের নামে আমরা মিথ্যে নিয়ে খেলছি,

খেলছি ধর্ম্ম নাশের সর্বনাশা খেলা!

খেলছি সৃষ্টিনাশের ভয়ংকর সৃষ্টিনাশা খেলা!

খেলছি ধর্মের অজুহাতে আল্লা, ভগবান, ঈশ্বর,

গডের নাম নিয়ে আর করছি একে অপরকে

বলাৎকার, হত্যা, লুটপাট ঈশ্বরের নামে

দিয়ে ভয়ংকর হুঙ্কার এবেলা ওবেলা!

বন্ধ ' এই খেলা, বন্ধ ' ঈশ্বরের অপমান।

হে ভন্ড ধার্মিক! হে তাত্ত্বিক আমেজে ডুবে থাকা ধার্মিক!

হে ভীরু, দুর্বল, মূর্খ, ভাঙ্গাচোরা ধর্মভীরু কুসংস্কারাছন্ন ধার্মিক!

ঈশ্বরকে আয়ের উপকরণ 'রে নেওয়া হে ধান্দাবাজ ধার্মিক!

হে ইষ্টহীন যমের দালাল রাজনীতিবিদ!

হে আমার লেখাপড়াজানা অশিক্ষিত মানুষ!

হে আমার তত্ত্ব কথার চিউংগাম চেবানো মানবতাবাদী!

তা সে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ যে বা যাই- হও না কেন

এমনকি হে আমার সৎসঙ্গী গুরুভাইবোন

যদি বাঁচতে চাও, বাঁচাতে চাও তোমার প্রিয় পরবর্তী প্রজন্মকে

আসন্ন আগুন পৃথিবীর ঝলসানো গহীন অন্ধকার রাত থেকে,

যদি মনে করো তোমার বিন্দুমাত্র নৈতিক দায়িত্ব রয়েছে

তোমার ধর্ম্ম, তোমার সম্প্রদায়, তোমার দেশ, তোমার ঈশ্বর

জীবন্ত ঈশ্বর রামের প্রতি, শ্যামের প্রতি, বুদ্ধ, যীশু

কিম্বা তোমার মহম্মদের প্রতি, তুমি দায়বদ্ধ তোমার

জীবন্ত ঈশ্বর তোমার গুরু মহাপ্রভু বা রামকৃষ্ণ

কিম্বা তাঁর বর্তমান শেষ জীবন্ত রূপ বিশ্বের বিস্ময়

সর্বশ্রেষ্ঠ বিস্ময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের প্রতি

তবে বন্ধ ' মূর্তি বা জীবন্ত ঈশ্বরের চরণপূজা,

বন্ধ ' তাঁকে নিয়ে হিংসার রাজনীতির তর্জা।

বন্ধ ' ধর্ম্ম নিয়ে ক্ষমতা দখলের ঘৃণ্য খেলা;

বন্ধ ' নিজের সঙ্গে নিজের পান্ডিত্যের লুকোচুরি

আর ধর্ম্মের নামে বীভৎসতার হুড়োহুড়ি গুঁতোগুঁতির মেলা!

বন্ধ ' মানবতাবাদী তোমার কপট মানবতার ধ্বজা ওড়ানো

আর মানবতার স্প্রে ছড়িয়ে পক্ষপাতিত্বের গান শোনানো।

শব্দের জাগলার বন্ধ করো তোমার শব্দ নিয়ে জাগলারি

কবিতায় গানে ছড়ায় ভাষণে বন্ধ ' শব্দের ফুলঝুরি!

ঈশ্বরের আরাধনায় ফুল বেলপাতা ধুপ চন্দন শংখ উলুধ্বনি

দিয়ে যতই পুজোর আয়োজন করো না কেন,

যতই অঙ্গভঙ্গিতে শরীর নাচিয়ে হাত কাঁপিয়ে মাথা দুলিয়ে

করো না ইশ্বরের পুজা সে পূজা সিদ্ধ হবার নয়; কথা জেনো।

যতই তাবিজ মাদুলি জলপড়া তেলপড়া তুকতাক ঝাড়ফুঁক

আংটি লালসুতো কালোসুতোয় নিজেকে বাঁধো না কেন বন্ধু

শান্তিসুখের লেশমাত্র সন্ধান তুমি পাবে না কিন্তু!

শুধু বলে যাই বেলা

'রো না জীবন্ত ঈশ্বরে অবহেলা।

শেষের সেদিন কিন্তু জেনো ভয়ংকর!

যদি না থাকে তোমার হৃদয়ে মনের গভীরে

প্রেম ভালোবাসার মূর্ত রুপ জীবন্ত ঈশ্বর।

আর না থাকে তাঁরে পালন পোষণ রক্ষণ

জেনো কষ্ট যন্ত্রণা জ্বালা পল অনুক্ষণ সর্ব্বক্ষণ।

No comments:

Post a Comment