কেন কাম দোষে করো সমাজ সভ্যতা কলঙ্কিত!?
আনন্দ সুখকে ক'রে সাথী কাম করে সৃষ্টি
কেন কাম গুণে করো না রোধ অনাসৃষ্টি!
করো শীতল শরীর-মন পরমের স্মরণে
কাম করবে না অকাম মরবে না মরমে!
কেন এত ক্রোধ? করো এত রাগ!?
নেই কেন কোনও রাগ-অনুরাগ!?
কেন করো অকারণ মাথা এত গরম!?
অন্তর চিত্ত তব দয়ালের নাম স্মরণে
করো বন্ধু পাখির পালক সম নরম!
দেখবে জীবন কত মিষ্টি, সুন্দর পরম!
দয়ালের পরশে মন হবে শান্ত প্রেমময়
জীবন হবে রসময়, রূপময়, আলোময়!
কেন করো এত লোভ!? কেন এত লালসা?
পেট মোটা হ'তে হ'তে ফুলে ঢোল, যেন ঢাক!
মেটে না তবু ক্ষিধে, মেটে না কভু পিপাসা!
জীবন জুড়ে শুধু চিৎকার চেঁচামেচি আর হাঁকডাক।
কেন!? কেন বন্ধু দিন শেষে অবশেষে
লোভের ফসল ফলে জীবন জুড়ে একরাশ হতাশা?
ক'রো না লোভ করো ভোগ মন ভরে
যত ইচ্ছা চায় প্রাণ বিধানকে আঁকড়ে ধ'রে।
পরমকে রাখো যদি হৃদমাঝারে
নেই কেন কোনও রাগ-অনুরাগ!?
কেন করো অকারণ মাথা এত গরম!?
অন্তর চিত্ত তব দয়ালের নাম স্মরণে
করো বন্ধু পাখির পালক সম নরম!
দেখবে জীবন কত মিষ্টি, সুন্দর পরম!
দয়ালের পরশে মন হবে শান্ত প্রেমময়
জীবন হবে রসময়, রূপময়, আলোময়!
কেন করো এত লোভ!? কেন এত লালসা?
পেট মোটা হ'তে হ'তে ফুলে ঢোল, যেন ঢাক!
মেটে না তবু ক্ষিধে, মেটে না কভু পিপাসা!
জীবন জুড়ে শুধু চিৎকার চেঁচামেচি আর হাঁকডাক।
কেন!? কেন বন্ধু দিন শেষে অবশেষে
লোভের ফসল ফলে জীবন জুড়ে একরাশ হতাশা?
ক'রো না লোভ করো ভোগ মন ভরে
যত ইচ্ছা চায় প্রাণ বিধানকে আঁকড়ে ধ'রে।
পরমকে রাখো যদি হৃদমাঝারে
জড়ায়ে পরম যতনে
ভোগ হবে সিদ্ধ হবে না তা ভয়ংকর
ভোগ হবে সিদ্ধ হবে না তা ভয়ংকর
তোমার শেষ জীবনে।
কেন বন্ধু মায়া মোহতে জড়াও জীবন?
দু'দিনের বৈ তো নও তবে কেন এত
আমার আমার আমি আমি বোধ অকারণ!?
দু'দিনের তো নিশ্বাস; নেই নিশ্বাসের প্রতি বিশ্বাস
আজ আছো কাল নেই, কাল ব'লে নিশ্চিত কিছু নেই
তুমি আমি সকলেই তবে কেন এত দিনরাত
মিথ্যে মোহজাল ঘেরে তোমায় আমায় সকাল বিকাল!?
এসো ছিন্ন ক'রে সব মিথ্যে মায়াজাল মোহঘর
ভেঙ্গেচুড়ে খোলা আকাশের নীচে প্রকৃতির বুকে
প্রিয় পরমের ঘরে মানুষকে ভালোবাসবে ব'লে
সবাইকে প্রেমডোরে বেঁধে ছুঁয়ে ছুঁয়ে যাও চলে
যেখানে যে আছে যত আছে তোমার আপন-পর।
কেন বন্ধু মায়া মোহতে জড়াও জীবন?
দু'দিনের বৈ তো নও তবে কেন এত
আমার আমার আমি আমি বোধ অকারণ!?
দু'দিনের তো নিশ্বাস; নেই নিশ্বাসের প্রতি বিশ্বাস
আজ আছো কাল নেই, কাল ব'লে নিশ্চিত কিছু নেই
তুমি আমি সকলেই তবে কেন এত দিনরাত
মিথ্যে মোহজাল ঘেরে তোমায় আমায় সকাল বিকাল!?
এসো ছিন্ন ক'রে সব মিথ্যে মায়াজাল মোহঘর
ভেঙ্গেচুড়ে খোলা আকাশের নীচে প্রকৃতির বুকে
প্রিয় পরমের ঘরে মানুষকে ভালোবাসবে ব'লে
সবাইকে প্রেমডোরে বেঁধে ছুঁয়ে ছুঁয়ে যাও চলে
যেখানে যে আছে যত আছে তোমার আপন-পর।
এত কেন মদমত্ত!? কিসের মদাসক্তি!?
বৃথা অহংকারে কেন করো এত ক্ষয় আত্মশক্তি!?
অহংকার পতনের কারন জীবন করে দুর্বিষহ
জানা সত্ত্বেও কেন ক'রে তোল স্বভাব দুর্বিনীত,
ক'রে তোল দু'দিনের জন্য আসা জীবনকে দুঃসহ!?
যদি হ'তেই হয় মদে মত্ত তবে করো না কেন নিজেকে
'পরমপিতার সন্তান তুমি, তুমি শক্তির তনয়'
এই বোধে রপ্ত!? হও না কেন তৃপ্ত!?
এই বোধে করো অহঙ্কার, হও মদে মত্ত
জীবন হবে তোমার রসে টইটম্বুর পরিতৃপ্ত।
বৃথা অহংকারে কেন করো এত ক্ষয় আত্মশক্তি!?
অহংকার পতনের কারন জীবন করে দুর্বিষহ
জানা সত্ত্বেও কেন ক'রে তোল স্বভাব দুর্বিনীত,
ক'রে তোল দু'দিনের জন্য আসা জীবনকে দুঃসহ!?
যদি হ'তেই হয় মদে মত্ত তবে করো না কেন নিজেকে
'পরমপিতার সন্তান তুমি, তুমি শক্তির তনয়'
এই বোধে রপ্ত!? হও না কেন তৃপ্ত!?
এই বোধে করো অহঙ্কার, হও মদে মত্ত
জীবন হবে তোমার রসে টইটম্বুর পরিতৃপ্ত।
কেন করো এত হিংসা!? নেই অহিংসা!
কেন? কেমন এই জীবন!?
কেন করো এত পরের দোষ দর্শন!?
করো মন পবিত্র ক'রে নিজ দোষ স্খালন!
হিংসা করো যারে হয়তো ক্ষতিও করো তারে
কিন্তু দেখেছো কি কখনো ভেবে অন্যভাবে?
হিংসার আগুনে জ্বলছে কিন্তু বুকটা তোমার
দিনশেষে পুড়ে হচ্ছে ছাই আর অসহায় তুমি
ছলছল চোখে চেয়ে চেয়ে দেখছো তা হায়!!!!!!
পরশ্রীকাতর রসে পরাণ চায় যদি সিক্ত হ'তে,
যদি করতেই হয় কাউকে হিংসা তবে এসো বন্ধু
করো হাতিয়ার মাৎসর্যে জীবাত্মার স্তর পেরিয়ে
মহাত্মায় হ'তে উত্তরণ আর পরমাত্মায় যাই
বিলীন হ'য়ে হিংসাকে হিংসা করতে করতে।
প্রবি।
কেন? কেমন এই জীবন!?
কেন করো এত পরের দোষ দর্শন!?
করো মন পবিত্র ক'রে নিজ দোষ স্খালন!
হিংসা করো যারে হয়তো ক্ষতিও করো তারে
কিন্তু দেখেছো কি কখনো ভেবে অন্যভাবে?
হিংসার আগুনে জ্বলছে কিন্তু বুকটা তোমার
দিনশেষে পুড়ে হচ্ছে ছাই আর অসহায় তুমি
ছলছল চোখে চেয়ে চেয়ে দেখছো তা হায়!!!!!!
পরশ্রীকাতর রসে পরাণ চায় যদি সিক্ত হ'তে,
যদি করতেই হয় কাউকে হিংসা তবে এসো বন্ধু
করো হাতিয়ার মাৎসর্যে জীবাত্মার স্তর পেরিয়ে
মহাত্মায় হ'তে উত্তরণ আর পরমাত্মায় যাই
বিলীন হ'য়ে হিংসাকে হিংসা করতে করতে।
প্রবি।
No comments:
Post a Comment