কেন দয়াল হও না তুমি প্রকট!?
দয়াল! তুমি প্রকট হও! ধ্বংস ক'রে দাও সব!
কি হবে এই অনাসৃষ্টিকে বাঁচিয়ে রেখে!?
শুধু শয়তানই সব করবে ভোগ!?
অর্থ মান যশ ইত্যাদি যত সুখ
তা সে যে ক'দিনই হ'ক না কেন
শুধু শয়তানই করবে উপভোগ!?
যারা তোমাকে মানে না, করে না বিশ্বাস
যারা তোমার বিরুদ্ধে করে কুৎসা, ছাড়ে
অবিরাম বিষাক্ত নিশ্বাস, যারা প্রতিনিয়ত
পরিবেশকে ক'রে ক্ষতবিক্ষত করছে বিকট উল্লাস,
যারা তোমায় সাজায় পেটিকোটে, ব্লাউজে, অন্তর্বাসে
রঙ দিয়ে আঁকিবুঁকি করে তোমার মুখ,
রক্তিম ঠোঁট আরও করে রক্তিম উগ্র
তারাও সবাই করবে ভোগ বিন্দাস সুখ!?
যারা ধর্মের ঠেকা নিয়ে অধর্মের ওড়ায় ধ্বজা
তোমার জীবন্ত উপস্থিতিকে করে না স্বীকার,
করে অনবরত কুৎসা, নিন্দা, করে অপপ্রচার
ভন্ডামির মুখোশ প'ড়ে তারা দিকে দিকে
মন্দিরে মসজিদে গির্জায় করবে তোমার পুজা!?
যারা তোমার জীবন্ত উপস্থিতি মাঝে ভক্তকুলে
আনে বিভেদ ক্ষমতা দখলের লোভে ভক্ত সেজে,
যারা তোমার নেবে আসা আটবারের রূপের মাঝে
সৃষ্টি করে বিরোধ, করে অস্বীকার তোমার নবরূপকে,
বালখিল্য জ্ঞানে সনাতন ধর্ম্মের নামে তোমার জীবন্ত
উপস্থিতিকেই যারা করে উপহাস, উপেক্ষা, অবহেলা
পুরাণ, বেদের ডঙ্কা বাজিয়ে তোমার বাণীকে
পা দিয়ে মাড়িয়ে করে নির্ম্মম খেলা,
তারা সব বেড়াবে দাপিয়ে দুনিয়া কাঁপিয়ে
তোমার নামে নানা ধ্বনি তুলে হ'য়ে তোমার চেলা!?
যারা বালখিল্য পান্ডিত্যের ডঙ্কা বাজিয়ে
মহাপন্ডিত সেজে তোমাকে করে বিকৃত
কলমের নীল মুত্রপাতে কবিতা গল্পে অনবরত
তারা অর্থ মান যশ করবে চুটিয়ে ভোগ!?
তা সে যে ক'দিনই হ'ক!
বাকি কোটি কোটি অসহায় প্রাণ ভুগবে!? ভোগাবে
নির্ম্মম দারিদ্রতা আর রোগ শোক গ্রহদোষ!?
এই তোমার প্রেম ভালোবাসা বোধ!?
কেন তুমি একশোটা ভয়ংকর অপরাধ
করবে ক্ষমা!? কেন তোমার এমন আশ্বাস পাবে
শয়তানের মা!? দিকে দিকে যারাই মারণাস্ত্র করছে
তৈরী তোমার সৃষ্টিকে ধ্বংস করবে ব'লে,
যারাই বিকট উল্লাসে তোমার জীবনবাদকে
উপেক্ষা ক'রে নানা মতবাদের গাইছে মরণ গান,
আর যারা তোমার দীক্ষিত ভক্ত সেজে
পিছন থেকে মারছে তোমায় ছুরি,
করছে খুল্লমখুল্লা দিনদুপুরে চুরি
তাদের অনাসৃষ্টিকে ধ্বংস ক'রে দিতে,
তাদের মরণ গানে জাগাতে প্রাণ,
ভক্ত প্রাণে আনতে সুঘ্রাণ
কেন ভয়াল হ'য়ে উঠছো না দয়াল!?
কেন!? কেন!? কেন!? কিসের জন্য!?
এত প্রেম!? এত ভালোবাসা কেন তাদেরি জন্য!?
No comments:
Post a Comment