হে দয়াল!
তুমি আনন্দ দিয়েছো ভরে এ জগত সংসারে
পরিপূর্ণ আনন্দ সম্ভার দিয়েছো সবার তরে
তবুও পারিনি আমি ডুব দিতে এই আনন্দ সাগরে
পারিনি অবগাহনে করিতে স্নান সবার মাঝারে।
হ্যাঁ আমি পারিনি। পারিনি আমি আনন্দ সাগরে ভাসিতে।
হে দয়াল! তুমি আনন্দময়! তুমি সুখময় আনন্দ অপার!
আমি ভয়াল। আমি নিরানন্দময়। আমি দুঃখময়।
তাই কষ্ট আমার।
তুমি দিয়েছিলে ভরে আনন্দ উজার ক'রে
এ অনন্ত বিশ্বে অনন্ত রাশিরাশি হাসিখুশি
দিয়েছিলে ছড়িয়ে ছিটিয়ে আকাশে বাতাসে
শিশুর সারল্য নিয়ে ঝরণা হ'য়ে তা' পড়ে ঝ'রে
আমার মাথার 'পরে তোমার আশীর্বাদ হ'য়ে।
তবুও আমি এক অভাগা অপদার্থ সন্তান
পারিনি আমি করিতে তোমার সেই সুধা পান।
অর্থ মান যশে রেখেছো যারে যারে ভরিয়ে
সেই সেই আমি হয়েছি হচ্ছি বঞ্ছিত সেই সুধা পান হ'তে
লোভ লালসা রাগ হিংসা কাম কামনায় গিয়েছি হারিয়ে
তোমার অপার দয়ায় ভেসে ভেসে ভুলে গিয়ে তোমায়
গিয়েছি তলিয়ে আলো হ'তে দূরে বহুদূরে অন্ধকার রাতে।
তোমার দয়ায় আর তোমাকে ভাঙ্গিয়ে আমি হয়েছি অহঙ্কারী
বেইমানি আর নেমকহারামীর মন্ত্রে সবারে করেছি আড়ি।
হে দয়াল! তুমি দিয়েছো ভরে যে আনন্দ সুখ সবার তরে
সেই আনন্দ সুখ একা করছি ভোগ অন্যের ভাগের কেড়ে।
অন্যকে দিয়ে কষ্ট দুঃখ যন্ত্রণা যত
দিনরাত জপছি মালা করছি বিপদ তাড়াতে বিপদতারিণী ব্রত।
চলনহারা চরণপুজায় মত্ত থেকে সদা তাবিজ মাদুলি
তুকতাক ঝাড়ফুঁক লাল কালো সুতোর বাঁধনে
বাবাজী মাতাজী জ্যোতিষী নির্ভরতায় মদ আর মাংসে
মায়েরে ক'রে তুষ্ট আর হাজারো দেবদেবীকে ক'রে পুষ্ট
অমূর্ত ভগবানে ডেকে কিছু না ক'রে পাওয়ার নেশায়
মত্ত থেকে ফোকটে জীবন থেকে চেয়েছি তাড়াতে
জীবনের রন্ধ্রে রন্ধ্রে থাকা দগদগে ঘা আর ক্ষত!
হে দয়াল!
তুমি এসেছিলে বারেবারে দিয়ে গেছ যে বার্তা মোদেরে
পায়ে দ'লে সেই আনন্দ বার্তা কর্তা সাজিয়ে নিজেরে
করেছি করছি আহবান শেষের সেদিন ভয়ঙ্কর মৃত্যুরে।
তবে তাই-ই হ'ক।
No comments:
Post a Comment