Powered By Blogger

Friday, October 8, 2021

দয়ালের অভিধান!

বন্ধু! অবাক করলে তুমি!

নিজেকে নিজে ছাড়া আর কাকে ঠকাচ্ছ তুমি!?

আমাকে ঠকাবে 'লে মিথ্যে কোমর 'ষে বাঁধছ তুমি

দিনরাত 'রে একাকার স্বর্গ, মর্ত, পাতাল ভুমি!

বন্ধু! মনকে একবার জিজ্ঞেস 'রে দেখো দেখি মন কি বলে!

মনকে বলো, মন! রাত্রিদিন প্রতিদিন কেন তুমি পরবাসী

নিজ নিকেতন ফেলে!?

কেন তুমি আঁধারেতে করো বাস, করো হাঁসফাঁশ

আলোর বাতায়ন ছেড়ে!?

বন্ধু! থমকে একটু দাঁড়াও! কোথা ছুটে যাও?

দেখো চোখ মেলে চেয়ে সম্মুখে তোমার

গহীন অন্ধকার সর্বনাশের এক দীর্ঘ সুড়ঙ্গ

তোমায় গ্রাস করবে 'লে অপেক্ষা করছে!

ভয়ংকর এক তীব্র টান

সেই কালো ঘন অন্ধকারের বুক ভেদ 'রে

তোমায় সেই ঘোর অন্ধকারে টেনে নিয়ে যাবে 'লে ধেয়ে আসছে!

সাবধান বন্ধু! সাবধান! ছুটে যেও না;

বৃত্তি-প্রবৃত্তির বেসামাল টানে যেও না ভেসে!

রিপুর নেশায় 'য়ে মাতাল উঠো না তুমি মেতে!

দাঁড়াও! থমকে দাঁড়াও বন্ধু!

তমসার পার অচ্ছেদ্য বর্ণ মহান পুরুষ

ইষ্টপ্রতীক রূপে আবির্ভুত 'য়ে ডাকছে তোমায়!

ডাক শোনো! শোনো ডাক মহামানবের!

বন্ধু! কাকে ঠকাচ্ছ তুমি!

বন্ধু! কখনো কি দেখেছো ভেবে ভবে

আছে কি তোমার আপন কেউ?

পেরেছো কি কাউকে আপন 'রে নিতে তোমাকে বাঁচাতে

নিজ গুণে জন্ম থেকে মৃত্যু দীর্ঘ সফর মাঝে

নিশিত রাতে যখন ডাকে ফেউ!?

আচ্ছা বন্ধু! একবারও কি দেখেছো ভেবে

ভাঙ্গা গড়ার খেলায় কোন খেলাটা তোমার প্রিয়?

বুকে হাত দিয়ে বলবে কিন্তু আর বিবেকের দিকে মুখ 'রে নিও।

বন্ধু! মন কি তোমার শুনতে পায় বিবেকের ডাক?

যে হাত একদিন তোমায় খাদের থেকে এনেছিল তুলে

শক্ত 'রে 'রেছিল তোমার দুর্বল হাত

আর দাঁড় করিয়েছিল শক্ত ভুমির 'পরে,

যে হাত একদিন আদর সোহাগে ভরিয়ে তোমায়

অন্ধকার জগত থেকে তুলে এনে দিয়েছিল আলোর সন্ধান,

যে হাত তোমায় মিথ্যের পথ থেকে সরিয়ে এনে

দিয়েছিল সত্য পথের সন্ধান,

যে হাত তোমায় কুয়োর আকাশ ছাড়িয়ে

এনে দাঁড় করিয়েছিল আলো ঝলমলে বিশাল অসীম আকাশের নীচে;

সেই বলিষ্ঠ, মজবুত, পবিত্র হাত কে তুমি দাও কেটে

নির্মম নিষ্ঠুর উল্লাসে এক কোপে!?

ভেঙ্গে দাও টুকরো টুকরো 'রে

তিল তিল 'রে ঘাম রক্তের বিনিময়ে গড়ে ওঠা মুক্তির প্রাসাদে!?

বন্ধু! এই পাপ, এই অমানবিক আচরণ কি

মানুষের অভিধানে আছে?

জানি না বন্ধু অভিধানে কি আছে আর না আছে।

শুধু জানি বন্ধু দয়ালের অভিধানে আছে,

"অকৃতজ্ঞ আর বেইমানকে

ঝেটিয়ে তাড়াও এক ধমকে।"

  

No comments:

Post a Comment