হে বিশ্ব! ভারত কি কাউকে ভয় পায়? নাকি ভয় দেখায়?
কাকে ভয় দেখায় বিশ্বের তথাকথিত উন্নত রাষ্ট্র!?
ভারতের কিসের ভয়? কার ভয়?
কে আছে বিশ্বে এতবড় শক্তিমান যে ভারতকে দেখায় ভয়!?
আছে নাকি এমন ফেউ? বলতে পারো কেউ?
ভারতকে দেখেছো কি কেউ কোনদিন আগ্রাসী ভুমিকায়?
দেখেছো কি কোনদিন রাষ্ট্রীয় সন্ত্রাস বা সন্ত্রাসবাদী হানায়?
ভারত কি কোনদিন করেছে কাউকে টুকরো বা হত?
নাকি নিজে হয়েছে চিরদিন টুকরো টুকরো ক্ষতবিক্ষত?
ভারত কাকে কোনদিন করেছে আক্রমণ, দিয়েছে হানা?
রেখেছে দখল ক'রে অন্যের জমি, করেছে বিভাজনের বীজ বপন
উড়িয়ে হাওয়ায় সাম্যের বাণী আর মানবতা সভ্যতার গান
আর সাথী ক'রে তথাকথিত শক্তির আধার জ্ঞান-বিজ্ঞান
ছাড়িয়ে সীমাহীন আস্পর্ধা আর নির্লজ্জতার সীমানা!?
কবে কোথায় কাকে মেরেছে রাষ্ট্রীয় ছোবল আর দিয়েছে হানা?
বলতে কি পারো কেউ? দিতে পারো কি তার ঠিকানা?
ইতিহাস কি বলে? নাও না একবার দেখে ইতিহাস বইয়ের পাতা খুলে!
হাজার হাজার বছর ধ'রে কোন কোন দেশ আর কোন কোন বজ্জাত
ভারতকে করেছে ক্রমাগত ধর্ষন করেছে খুন লুটতরাজ? তা জানো না কি!?
কোন দেশের ওপর হয়েছে এমন নৃশংস অত্যাচার লুটতরাজের অভিযান?
কেউ কি পারো দেখাতে, দিতে পারো এমন কঠিন করুণ প্রমান?
তবুও ক্ষতবিক্ষত ধর্ষিত খন্ড বিখন্ড ভারত ছিল, আছে মাথা তুলে,
থাকবে চিরকাল ফলে ফুলে!
শেষ হ'য়ে যাবে আর বাকী সব
থাকবে পড়ে নকল শ্রেষ্ঠত্বের দেহ শব
চিরন্তন এ সত্য ভারত ছিল চিরকাল শ্রেষ্ঠ
প্রেম অহিংসার মুকুট মাথায় নিয়ে
'বন্দে পুরুষোত্তমম' ধ্বনি তুলে অসীম শক্তির অধিকারী হ'য়ে
চিরশ্রেষ্ঠ ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লভে।
No comments:
Post a Comment