Powered By Blogger

Saturday, October 9, 2021

কবিতাঃ যন্ত্রণার ক্ষরণ............

মিলেমিশে যদি নাই থাকতে পারো মন

তবে একলাই তো থাকতে পারো নিরালায় নির্জনে

জনমানবপূর্ণ শহর থেকে দূরে জনশূন্য অন্ধকার গুহা কন্দরে!

তবে সমষ্টিমাঝে কেন গলাও নাক!?

গলিয়ে নাক কেন কর অকারণ হাঁকডাক!?

মিলেমিশে যদি নাই থাকতে পারো মন

তবে জেনো এতদিন যা করেছো বা যা করছো

দিন শেষে হবে সব বৃথা পন্ডশ্রম।

মানো আর না মানো দিতে হবে কঠিন খেসারত!

আনন্দই যদি না পেলে জীবনে তবে কি লাভ

ধর্ম কর্ম পুজো পাঠ আয়োজনে!?

যদি না পারো কাউকে জীবনে ভালবাসতে

কি হবে বাস 'রে ভালোবাসাহীন ভালো বাসাতে!?

ভালোবাসাহীন বাসা কি কভু ভালো হয়?

রঙিন ঝলমলে যদিও বা হয় কিন্তু নিদারুণ নিরানন্দময়!

মন! নিজ জীবনে যদি না পারো প্রেমের ফুল ফোটাতে

প্রেমহীন জীবন কি পারে প্রেম বিলাতে ভুবনে?

আদর সোহাগ ভরা জীবন যদি না থাকে তোমার

তবে কি হবে এই রুখোশুকো জীবনে বেঁচে থেকে?

স্নেহ মায়া মমতায় ভরা যে রসময় সিক্ত জীবন

যদি নাই হয় মন তোমার

তবে শুষ্ক জীবন হয় বিষম ভার!

ভারবাহী বলদের মত যদি হয় মন তোমার জীবন

তবে আলোময় রুপময় রসময় জীবনের কি যে মজা

মনে হয় যেন আমি রাজা মহারাজা!

তা আর হয় না স্মরণ মনন;

জীবন জুড়ে শুধু যন্ত্রণার অবিরাম ক্ষরণ............

জীবন চলে যাচ্ছে, যৌবন চলে যাচ্ছে মন!

যদি পারো তাঁরে জড়িয়ে নিয়ে আনন্দ উপভোগ করো।

মূল আনন্দের যে স্রোত 'য়ে যায় যেথা 'তে

খুঁজে নাও তাঁরে ভাসিয়ে দাও নিজেরে সেথা

এখনও সময় আছে যদি চাও বাঁচতে বাড়তে

অবগাহনে নেয়ে ওঠো মন! ভালোবাসাময় প্রেমময় আনন্দ সাগরে!

No comments:

Post a Comment