Powered By Blogger

Saturday, October 9, 2021

কবিতাঃ আছি বেঁচে!

ভাবছি, সময়ের চোরা স্রোতে কেন খাচ্ছি খালি খাবি!?
যখন ছিলাম ছোটো যদিও নেই প্রমান, নেই কোনও ফটো।
তবু তোমায় বলি আমি প্রভু তোমার সামনে
মিথ্যে ব'লে করবো না নিজেকে ছোটো।
সময় আর স্রোত করতে পারে না যেমন কেউ রোধ
তেমনি পরোয়া করে না তারা যদি বলে কেউ তাদের,
'সময় আর স্রোত! দাঁড়া আমার সংগে যাবি।'
বেকুব আমি, বোদ্ধা আমি তাই করেছি আমি
আর শালা চার অক্ষর আমি খাচ্ছি খালি খাবি।
সেই যে কবে থেকে আবেগকে ক'রে সাথী
ছোট্ট আমি নিজেকে মনে ক'রে হাতি
স্রোতের সামনে দাঁড়িয়ে আর ঘড়ির কাঁটাকে থামিয়ে
কিম্বা পিছন দিকে ঘুরিয়ে বুক ফুলিয়ে
'বীর আছো বটে' নিজেকে এই ভেবে জোর ক'রে
সময় আর স্রোতকে বলেছি, শোনরে সময়,
শোনরে আমার স্রোত আমার হাত ধ'রে আর
আমার কথা শুনে চলতে হবে তোদের করবি নে ঘোঁৎঘোঁৎ!
আবেগ ভালো, আবেগে ভেসে যাওয়া যে ভালো নয়
তা না জেনে, না বুঝে, না মেনে বোকার হদ্দ আমি
যৌবনের পাগলা ঘোড়ায় চেপে সারাজীবন করেছি পাকামি।
আর নিজেকে বুদ্ধিমান ভেবে সেই ছোট্ট থেকে
আজ পর্যন্ত সব্বাইকে আপন ভেবে সরল মনে
জনে জনে রণে বনে জলে জঙ্গলে
জোঁকের চরিত্র আর বৈশিষ্ট্য না বুঝে না জেনে
কে খায় খুন আর কে শোনায় জীবনের ধুন
রাম রাবণ আর কংস কৃষ্ণ একসাথে নিয়েছি জড়িয়ে বুকে
বিশ্বাস আর ভালোবাসার নামে করেছি মাখামাখির ঘেতোমি।
দয়াল প্রভুকে বেসেছি আমি ভালো।
সেই ছোট্ট থেকে জ্বালিয়ে বুকে প্রেমের আলো
আর হিংসাকে ক'রে হিংসা দয়াল প্রভুর নামে
ভাসিয়ে জীবন ভেলা চেয়েছি দূর করতে সবার কালো!
বেকুব আমি বলদ আমি সময়ের চোরাস্রোতে
গিয়েছি আমি ফেঁসে তবুও খাবি খেতে খেতে
দয়াল প্রভুর অপার দয়ায় আজও আছি আমি
বেঁচে হেসেহেসে!

No comments:

Post a Comment