Powered By Blogger

Monday, October 11, 2021

কবিতাঃ কে দায়ী? দোষ কার?

ছোটোবেলায় আমরা সবাই ছিলাম ভালো
যেই হ'লাম বড় দেখি হ'য়ে গেছি মনে আমি কালো!
ছোটোবেলায় আমরা সবাই ভালো ছিলাম
বড় হয়েই খারাপ হ'য়ে গেলাম!
ছোটোবেলায় আমরা সবাই ছিলাম সৎ
বড় হয়েই দেখলাম হ'য়ে গেছি অসৎ!
ছোটোবেলায় আমরা সবাই সরল ছিলাম
বড় হ'য়েই কখন যেন জটিল হ'য়ে গেলাম!
ছোটোবেলায় যে আমি ছিলাম অন্তরে সরল
বড় হ'য়ে গেলাম যেই দেখি সেই 'আমি'-র বুক ভরে
আছে শুধু গরল! গরল!! আর গরল!!!
ছোটোবেলায় আমরা সবাই ছিলাম পরিস্কার মনের
বড় হ'য়ে দেখলাম হ'য়ে গেছি নোংরা ধরণের!
ছোটোবেলায় আমরা সবাই বড় মনের ছিলাম
বড় হ'তে না হ'তেই ছোটো মনের মানুষ হ'য়ে গেলাম!
ছোটোবেলায় আমরা সবাই ছিলাম হাসিখুশি
বড় হ'তে হ'তে হ'য়ে গেলো মুখ গোমড়া আর বাসী!
ছোটোবেলায় আমরা সবাই মিলেমিশে থাকতাম
যত বড় হ'তে লাগলাম দেখলাম সবাই কেমন যেন
পরস্পর থেকে ক্রমশঃ দূরে সরে যেতে থাকলাম!
ছোটোবেলায় আমরা সবাই আদুরে ছিলাম
বড় হ'য়ে দেখলাম কেমন বাঁদর হ'য়ে গেছি!
ছোটোবেলায় সবাই সবাইকে ভালবাসতাম
বড় হ'য়ে ঝগড়ুটে হিংসুটে হ'য়ে গেলাম!
ছোটোবেলায় ছিলাম সবাই সবেতেই কেমন সুন্দর
'তুমি' 'তুমি' 'তোমার' 'তোমার' মনোভাবের
বড় হ'য়ে দেখলাম কখন যেন হ'য়ে গেছে তা পাল্টে
'আমি' 'আমি' 'আমার' 'আমার' স্বভাবের!
ছোটোবেলায় নিজের 'মা' নিজের 'বাবা' থেকেও
জেঠিমা, কাকিমা, জেঠু, কাকু ছিল বড় আপন, বড় কাছের
বড় হ'তে হ'তে সব মধুর সম্পর্ক হ'য়ে গেল তিতো দূরের!
যত বড় হ'লাম দেখলাম যারা ছিল সব আরও আপনার জন
দিন শেষে অবশেষে তারা সব হ'য়ে গেল পর, নেই আর আপন!
হতাশ আমি, ক্লান্ত আমি নিরালায় একেলায় ভাবিঃ
কেন এমন হ'লো!? কেন এমন হয়!?
কে দায়ী!? কি দায়ী!? কেন জাগে খালি মনে ভয়?
দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা নিয়ে বাঁচি
আজ সব কাছে থেকেও নেই কেউ কাছাকাছি
আমি আছি তুমি আছো তবুও শূন্য এ বুকে
শুধু মনে হয়, আমি দায়ী? আজ এ অবস্থার জন্য দায় কার?
আমার? বাবামা-র? পরিবেশ? সমাজ ব্যবস্থার?
কে দায়ী!? কেউ কি পারো বলতে,
দোষ কার!? কার দোষ!?

No comments:

Post a Comment