আনন্দের হাট বসুক সবার হৃদয়ে।
এসো বন্ধু! হাতে হাত ধরি,
এসো বন্ধু! হাতে হাত ধরি,
সেই হাটে বেচাকেনা করি!
আনন্দ ছাড়া জীবন রক্তশূণ্য ফ্যাকাসে।
এসো বন্ধু! হাতে রাখো হাত।ঘরে ঘরে আনন্দের করি চাষ।
সৎসঙ্গী গুরুভাইবোন,
এসো মানুষকে বাঁচাও।
বাড়ির খেয়ে বনের মোষ তাড়াও।
ঠাকুরের সৎনামে জগৎ মাতাও।
চুপচাপ বিষ্ণুর পাদপদ্মে দাও ঝাঁপ।
এসো মানুষকে বাঁচাও।
বাড়ির খেয়ে বনের মোষ তাড়াও।
ঠাকুরের সৎনামে জগৎ মাতাও।
চুপচাপ বিষ্ণুর পাদপদ্মে দাও ঝাঁপ।
সৎসঙ্গী ভাইবোনেরা আমার,
কোনও কিছুর ভয়ে মরে যেও না।
ভয় ও দুর্বলতা ব'লে জীবনে কিছু রেখো না।
দয়াল আছে আর তুমি আছো
ভাবনা কি আর আছে তোমার?
ভয় ও দুর্বলতা ব'লে জীবনে কিছু রেখো না।
দয়াল আছে আর তুমি আছো
ভাবনা কি আর আছে তোমার?
ভয়!? কিসের ভয়!? কাকে ভয়!? কেন ভয়!?
পৃথিবীর সবথেকে বড় ডাস্টবিন হল মানুষের মনএটাকে পরিষ্কার রাখলে
পৃথিবীও পরিষ্কার থাকবে।
অবিনদাদার এ কথা স্মরণ ক'রে
মনকে করো পরিষ্কার,
করো ডাস্টবিন মুক্ত মন।
তুমি নাম পেয়েছ! ভয় কি?
তোমার সঙ্গে নামের নামী আছেন!
নাম আর নামী অভেদ!
নাম করো, খুব নাম করো,
বিপদ ভয়ে পালাবে,
সমস্যা মুখ লুকোবে।
ভীতুরা মরার আগে হাজারবার
নিজে মরে ও সবাইকে মারে।
সৎসঙ্গী! নেগেটিভ কথা বলা, কথা শোনা
বন্ধ করো, বন্ধ করো দৃশ্য দেখা।
পজিটিভ কথা ভাবো, বলো, শোনো,
দেখো পজিটিভ, করো পজিটিভ
দয়ালের মুখের দিকে চেয়ে,
দয়ালের কথা স্মরণ ক'রে
তাঁর নাম করতে করতে
করার বাদাম তুলে পাড়ি দাও অজানার পথে।
ভয় কি! দয়াল আছে। আছে মাথার ওপর,
দয়ালের দয়া বুঝবে সেদিন হৃদ মাঝারে রাখো যদি বেঁধে তাঁরে।।
No comments:
Post a Comment