কাল হ'লো তোমার এঁড়ে বাছুর কিনে।
এঁড়ে উঠবে যখন বেড়ে, জেনো
তোমার ঘুম নেবে তখন কেড়ে।
তখন যদি বলো
এমন কেন আমার হ'লো!?
লাগছে না ভালো কিছুই শালা
মনটা বলছে সব ছেড়েছুঁড়ে পালা।
মুখ দিয়ে যদি এমন অশুভ কিছু বলো
দেখবে মনে হবে,
কে যেন বলছে আড়াল থেকে
সময় হয়েছে যাবার, এবার চলো।
দয়াল তোমায় কিন্তু সেদিন
যদি ভাবো এমন রাতদিন
যাবে চলে, মা অন্নপূর্ণার মত ছেড়ে।
এটা জেনো তুমি নিশ্চিত
দয়াল হবে যেদিন বঞ্চিত
তোমার বিশ্বাসের ঘর হবে যখন ফাঁকা
দেখবে সবাই দিচ্ছে তোমায় ধোঁকা।
ধোঁকা খেয়ে শেষে হবে কিন্তু নিমেষে
তুমি আস্ত একটা হদ্দ বোকা গাধা।
তাই তো বলি,
এঁড়ে যত ইচ্ছে উঠুক বেড়ে
নিক সে তোমার রাতের ঘুম কেড়ে
হাসি মুখে নিও কিন্তু সব মেনে
এইভেবে, যাচ্ছো তুমি হ'তে
সফল একজন বেনে।
আখেরে লাভ তো হ'লো তোমারি
দিনের শেষে হবে তুমি একজন মস্ত ব্যাপারী।
যতই হ'ক না কেন খাটনি
দিনের শেষে খাবে তুমি চাটনি
তৃপ্তির ঢেঁকুর তুলে সেদিন ব'লো
আঃ! কি আরাম যে আজ হ'লো!
এটাই দয়ালের দয়া, একেই বলে আশীর্বাদ,
বুঝবে সেদিন তুমি, এর কি মিষ্টি মধুর স্বাদ!
তাই তুমি যত খুশী খাও চাটনি, কিন্তু
মনে রেখো দয়াল সাথে সেদিন
যেন হয় না কোনও বেইমানি।
মনে রেখো দয়াল সাথে সেদিন
যেন হয় না কোনও বেইমানি।
সেদিন কিন্তু শয়তান পিছন পিছন
আসবে মারতে ছোবল,
মনে রেখো কেবল,
তোমায় চাইবে করতে বেসামাল
বিত্ত বৈভব সেদিন তোমায় করবে যখন সেলাম।
সেদিন শয়তানকে ব'লো তুমি হেসে
লাভ হবে না হেথায় এসে
তুমি যাও বন্ধু সেথায়
তুমি পাবে খোরাক যেথায়
হেথায় মাথার পরে আমার
আছে বসে দয়াল
চাও যদি তুমি করতে আমার ক্ষতি
দেখবে তুমি তাঁর রূপ ভয়াল।
No comments:
Post a Comment