যারা ছেড়ে চলে গেলে অকারণ,
ছেড়ে চলে গেলে বৃত্তি প্রবৃত্তির অমোঘ টানে
এসো ফিরে আবার সেদিন
যেদিন সাজাবো আমি যতনে
'দয়াল ঘর।'
সেদিনের দয়াল ঘরে সবাইকে জানাই
'দয়াল ঘর।'
সেদিনের দয়াল ঘরে সবাইকে জানাই
অগ্রিম 'স্বাগতম' বন্ধু। প্রবি।
হে দয়াল!
অপেক্ষায় আছি বসে কবে আসে সেইদিন ও ফিরে আসে সেইদিনগুলো।
ঘরে বাইরে উলুবনে কি মুক্তো ছড়াই
ঘরে বাইরে উলুবনে কি মুক্তো ছড়াই
আর রাতভোর দাঁড় টেনেটেনে
রয়ে গেছি একই জায়গায়
আর করছি বড়াই !?
টাকা আপন মানুষ পরআর করছি বড়াই !?
যত পারিস টাকা ধর।
সব ছেড়ে আমি ধরলাম
নতোমার রাঙা চরণখানি।
সেই চরণতলে সোনার ঘরে দেখিকেন এত হানাহানি!?
একাকি আমি দেখি সেথা নিজেরে,
চরণতলে দেখি নিজ মুখখানি!
ভাবি দয়াল আছে আর আমি আছি
ভয় কি আর আছে বন্ধু এখন।
বন্ধু! তুমি তো বলো, তুমি ঈশ্বর বিশ্বাসী
আর তুমি ঈশ্বরকে ভালোবাসো
তাহ'লে অন্যের কষ্টে কি ক'রে থাকো ভালো,
তাহ'লে অন্যের কষ্টে কি ক'রে থাকো ভালো,
কি ক'রে তুমি হাসো!?
রক্তাক্ত চারপাশ দেখে বন্ধু
কাঁদে তোমার প্রাণ, কাঁদে তোমার মন
এ তো নতুন কিছু নয়! আদর্শ বিহীন জীবন,
তাই তাত্ত্বিক আমেজ এমন ভাব হয়।
নিজেকে প্রশ্ন করি না কেন,
যা করেছি আর যা করছিএই জীবনে
ঈশ্বর খুশী তো আমার কাজে এ হেন!?
নিজেকে প্রশ্ন করি না কেন,
যা করেছি আর যা করছি এই জীবনেঈশ্বর খুশী তো আমার কাজে এ হেন!?
কপট ভালোবাসা কি?
ভালবাসতে চাই; কিন্তু নিজের স্বার্থে লাগলে ঘা
অমনি খেপে যাই। এই কি?
প্রায়ই শুনি,আসুন সবাই মিলে ভালো থাকি।
বিড়াল বলে মুচকি হাসি,
মাছ খাবো না তা' হয় নাকি!
গরীবের ভাগে ভাগ বসায়
আর ইষ্টপ্রাণতার ধ্বজা ওড়ায়!!
ঠাকুর! তোমায় ঠান্ডা হাওয়া খাইয়ে
টাকা নেবো কামিয়ে;
তুমি যে আমার আয়ের উপকরণ!!
আমি গুরুভাই??
সব ভুলে গেলে পুরানো দিনের কথা!? হাত ধ'রে যে নিয়ে এলো একে একে সবারে
যারা ছিল আঁধারে তারা সবে মিলে
ব্যথা দিলে দয়ালেরে!?
হে গুরুভাই আমার
তুমি কি জানো কেন তুমি দীক্ষা নিয়েছো? আর ঠাকুর কি চান তোমার কাছে?
আর কেমনই বা দেখতে চান তোমায়?
বন্ধু! তোমার অতীত কুকর্ম
মনে পড়ে?
যদি পড়ে মনে তাদের জন্য
বন্ধু! তোমার অতীত কুকর্ম
মনে পড়ে?
যদি পড়ে মনে তাদের জন্য
দু'ফোঁটা চোখের জল ফেলো ইশ্বরের চরণে,
যাদের তুমি ক্ষতি করেছো।
যাদের তুমি ক্ষতি করেছো।
ইষ্টস্বার্থপ্রতিষ্ঠা ও ইষ্টস্বার্থরক্ষা করবা?
বাবু, ঘোড়ায় হাসবো আর কইবো, ঘাস খাবা?
No comments:
Post a Comment