Powered By Blogger

Thursday, May 2, 2024

প্রবন্ধঃ কোন্নগড়ে শকুন্তলা কালী মায়ের পূজো ও সৎসঙ্গীবৃন্দ। (১)

সম্প্রতি কোন্নগরে শকুন্তলা কালী মায়ের পুজো হ'য়ে গেল। হাজার হাজার লোকের সমাগম হয়েছিল। সঙ্গে আরও যা যা হবার তাই তাই হয়েছিল। সেই পুজোয় বহু মানুষের সঙ্গে আমার পরিচিত কিছু সৎসঙ্গী গুরুভাইবোন মায়েরা দাদারাও পুজো দিতে গিয়েছিল। তাদের কাছে আমার প্রশ্নঃ
মায়ের দর্শন পেয়েছেন? নাকি বোকাদের মত শুধু মাটির মূর্তি দর্শন ক'রে মায়ের দর্শন পেলাম ব'লে দইয়ের স্বাদ ঘোলে মিটিয়েছেন? মা কি প্রতি বছর তার হাজার হাজার সন্তানের রক্ত পান করতে আসেন? মা কি এতই তৃষ্ণার্ত যে তার কপালে একফোঁটা তৃষ্ণা মেটাবার জল জোটে না, রক্ত পান ক'রে তৃষ্ণা মেটাতে হয়?
ওখানে উপস্থিত ভক্তবৃন্দের মধ্যে বেশীরভাগই মা।
তাদের বলি, আপনারাও তো মা!
আপনার বেলায় হ'লে কি করতেন?
সত্যি কি দিন দুনিয়ার মালিক মা রক্ত খাওয়ার যে পথ অনুসরণ করছেন ব'লে দেখানো হয় সেই পথ আপনি অনুসরণ করবেন বা করতেন?
যদি নিজের বেলায় উত্তর 'না' হয় তাহ'লে দিন দুনিয়ার মা পরমমাতার বেলায় উত্তর হ্যাঁ হ'তে পারে? পারে না।
সত্যি কি মা সন্তানের হাড় রক্ত মাংসের ভয়ংকর নারকীয় দৃশ্যের মাঝে থাকেন ও সন্তানের রক্ত পান করেন?
রক্ত পান করার জন্য মা সেখানে উপস্থিত হ'য়ে পুজো গ্রহণ করেন ও নরক কুন্ডে অবস্থান করেন?
আর মা হ'য়ে সন্তানের উপর সন্তানের নারকীয় অত্যাচার ও নৃশংস হত্যালীলার দৃশ্য তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন?
মা কি সত্যি সত্যিই সন্তানকে তার পুজোর নামে হত্যালীলা ও রক্তের নদী বইয়ে দিতে আসেন?
নাকি ধর্ম্মের নামে অধর্মের ঢাক পেটানো হচ্ছে বছরের পর বছর আর তা অন্ধের মত পালন ক'রে চলেছে অশিক্ষিত ধর্মভীরু জনসাধারণ?
এর সঙ্গে সৎসঙ্গী দাদারা মায়েরাও যুক্ত!?
ঠাকুর কি তাই চান?
ঠাকুরের তান্ত্রিকের ছোট্ট ছাগ শিশুকে বলি দেওয়ার হাত থেকে রক্ষা করার জন্য মর্মান্তিক করুণ ছটফটানির ঘটনা কি সৎসঙ্গী মায়েরা দাদারা জানেন না?
সৃষ্টিকর্তা দয়াল ঠাকুর কি মায়ের পূজার নামে এই নারকীয় জঘন্য নৃশংস হত্যালীলা পছন্দ বা অনুমোদন করেন?
আমার সৎসঙ্গী মায়েদের মন কি বলে???????
ক্রমশঃ
( লেখা ২রা মে, ২০২২ )

No comments:

Post a Comment