Powered By Blogger

Sunday, May 26, 2024

কবিতাঃ কেটে যাবে ঘোর আঁধার।

স্থির হও! 
ছটফট করছো কেন ডানাকাটা পাখির মত?
দয়ালের মুখের দিকে তাকাও দেখো সব ঠিক আছে।
কোথাও কিছু নেই হিসেবের গরমিল।
নেই কোনও আঁধার আর সেট আপ ভাঙার ছবি।
যা আছে তোমার বিশ্বাসে।
এখানে রোগ নেই, শোক নেই, নেই গ্রহদোষ;
নেই বুদ্ধি বিপর্যয় আর দারিদ্রতা
যদি চলনে না থাকে কোনও দোষ।
এখানে যেমন জরা নেই, ব্যধি নেই, নেই অকাল মরণ
ঠিক তেমনি জেনো বন্ধু
এখানে আছে দীর্ঘায়ু চির যৌবন আমরণ।
এখানে ফুর্তি, আনন্দ আর আছে সফলতা;
দয়ালের মুখপানে দেখো চেয়ে দেখবে
মুহূর্তে ভ্যানিস তোমার সব ব্যর্থতা।
যদি দয়ালের মুখে দেখো কোনও বিমর্ষতার আঁধার
জেনো তোমার চরণপূজার তরে রচিত হয়েছে
সেই বিরাট বাধার পাহাড়।
এখনো সময় আছে সুদিন সামনে তোমার
ভাঙ্গো মিথ্যে কাল্পনিক আর অবিশ্বাসের আধার।
যে যেমন তাই নিয়ে থাকুক সে
যেও না দেখতে তা
শুধু নাও কাছে টেনে
দিয়ে প্রেম ভালোবাসা আর নম্রতা।
মনে রেখো তুমি ঠাকুরের,
এক ও একমাত্র ঠাকুরের।
পিছনের হাজারো পদধ্বনি
তোমার জন্যে নয়, সব ঠাকুরের উদ্দেশ্যে
ধাবমান জনতার পদধ্বনি।
স্থির হও, ধীর হও, হও শান্ত স্থিতধী।
রাখো বিশ্বাস বুকে টেনে নিয়ে একবুক দয়ালের নিঃশ্বাস
হনুমানের মতো বুকে রাখো দয়ালের ছবি।
ছুটে চলো, চলো ভীমবেগে দয়ালের মুখপানে চেয়ে
দিন শেষে ক'রো না জীবন শেষ মানুষ দেখতে যেয়ে।
ওঠো! জাগো! বলো, দয়াল আছে আর আমি আছি
ভাবনা কি আছে আমার?
ছুটে চলো দলে দলে বাধার পাহাড় 
স্থলে জলে পায়ে দলে
আমি নিশ্চয়ই ক'রে বলছি,
সুখ শান্তিতে যাবে ভরে ঘর
কেটে যাবে যত মিথ্যে অভিশাপের আঁধার।

No comments:

Post a Comment