Powered By Blogger

Wednesday, May 22, 2024

উপলব্ধিঃ সমঝদার কে লিয়ে --------- নেহী তো ......... মে যাও।

আমরা সৎসঙ্গীরা একটা বিশেষ জিনিস লক্ষ্য করছি ইদানিং আমাদের সৎসঙ্গী গুরুভাইবোনেদের কিয়দংশ ধর্ম ও সম্প্রদায় সম্পর্কিত দেশের বিতর্কিত কিছু কিছু ইস্যু নিয়ে ভীষণ অন্তরাসী এবং ভীষণভাবে প্রভাবিত। আর ফলস্বরুপ কমেন্ট আর শেয়ারের মাধ্যমে তাতে প্রতিক্রিয়াও দিয়ে চলেছে অনুরূপ!

অথচ যদি তাদের জিজ্ঞেস করা হয় আমাদের ঠাকুর কেন ও কিজন্য এই পৃথীবিতে নেবে এসেছিলেন? কেনই বা তিনি তাঁর আগের রূপের দেহ ত্যাগ করতে না করতেই এত তাড়াতাড়ি ফিরে এলেন? তাঁর আসার উদ্দেশ্য বা কারণ কি? আর এসেই বা তিনি তাঁর জীবন দর্শনের মূল কথা কি বলেছিলেন? আমরা যারা আমার এই লেখার প্রথমে কথিত কথার কট্টর অনুগামী তারা উত্তর দিতে পারবে না একজনও। ঠাকুর তাদের কাছে গৌণ! দেশ বা জনগণ আগে।
তাই আমার প্রিয় সৎসঙ্গী সাবধান। আমরা যেন ডিরেইল্ড না হই। ঠাকুরের আগমণ একটা বিশাল যুগের পরিবর্তনের কারণে। তাই সমঝদারকে লিয়ে ইশারা কাফি হোতা হ্যায়। তো সমঝা তো ঠিক হ্যায় নেহী তো ----- যাও। --প্রবি।

No comments:

Post a Comment