অথচ যদি তাদের জিজ্ঞেস করা হয় আমাদের ঠাকুর কেন ও কিজন্য এই পৃথীবিতে নেবে এসেছিলেন? কেনই বা তিনি তাঁর আগের রূপের দেহ ত্যাগ করতে না করতেই এত তাড়াতাড়ি ফিরে এলেন? তাঁর আসার উদ্দেশ্য বা কারণ কি? আর এসেই বা তিনি তাঁর জীবন দর্শনের মূল কথা কি বলেছিলেন? আমরা যারা আমার এই লেখার প্রথমে কথিত কথার কট্টর অনুগামী তারা উত্তর দিতে পারবে না একজনও। ঠাকুর তাদের কাছে গৌণ! দেশ বা জনগণ আগে।
তাই আমার প্রিয় সৎসঙ্গী সাবধান। আমরা যেন ডিরেইল্ড না হই। ঠাকুরের আগমণ একটা বিশাল যুগের পরিবর্তনের কারণে। তাই সমঝদারকে লিয়ে ইশারা কাফি হোতা হ্যায়। তো সমঝা তো ঠিক হ্যায় নেহী তো ----- যাও। --প্রবি।
No comments:
Post a Comment