Powered By Blogger

Monday, May 6, 2024

প্রবন্ধঃ লোকসভা ভোট ও প্রতিনিধি নির্বাচন!

২০১৯ এর লোকসভা ভোট শুরু হ'য়ে গ্যাছে। পঞ্চম দফা ভোট শেষ। এখনও দু'দফা ভোট বাকী। সব পক্ষই নেবে পড়েছে ময়দানে তাদের অনুকূলে ভোট টানার জন্যে। আজ রাজনৈতিক দল ও নেতাদের কাছে জনগণ সাক্ষাৎ ঈশ্বর! এই সময়ে নেতাদের কাছে সবচেয়ে বেশী প্রিয় ও আদরের জিনিস হ'লো আম জনতা তা' সে গরীব-বড়লোক, শিক্ষিত-অশিক্ষিত, মূর্খ-পন্ডিত, জমিদার-জমাদার যাই-ই হ'ক না কেন!

দেশের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়: সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচনে প্রতিনিধি নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশের ভবিষ্যৎ, মানুষের বেঁচে থাকা ও বেড়ে ওঠা নির্ভর করে সঠিক প্রতিনিধি নির্বাচনের উপর। The greatest phenomenon of the world SriSriThakur Anukul Chandra-এর 'রাজনীতি ও রাষ্ট্র' সম্পর্কে বলা বহু কথা ও বাণীর মধ্যে এই প্রতিনিধি নির্বাচন সম্পর্কে এই স্বল্প পরিসরে তাঁর বলা মাত্র দুটি বাণী তুলে ধরলাম। অতি সরল ও সহজ ভাষায় তিনি বললেন,

"আদর্শতে নয়কো রত
সার্থকযুক্ত নয় জীবন,
শুভাশুভ বুদ্ধিহারা
ব্যর্থ তাহার নির্বাচন।"
"যুগগুরু আর পূর্ব্বতনে
শ্রদ্ধানতি যার মলিন
এমন জনায় প্রতিনিধি
নয়কো করা সমীচীন।"
----------------শ্রীশ্রীঠাকুর।

এই দুই বাণী থেকে সহজেই বোঝা যায় কোন গুণ বৈশিষ্ট্যের অভাব হ'লে কোন প্রার্থীকে জনগণের নির্বাচন করা উচিত আর কোন প্রার্থীকে নির্বাচন করা উচিত নয়। বিশেষ ক'রে পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণাশ্রিত অনুরাগী ভক্তগণের আগ্রহ থাকা উচিত এই প্রতিনিধি নির্বাচন সম্পর্কে শ্রীশ্রীঠাকুর কি বলেছেন তা জানার ও বাস্তবায়িত করার।

যাই হ'ক,
এই সময়ে বিভিন্ন ভাবে ঘরে-বাইরে গোপনে কিংবা প্রকাশ্যে আম আদমি তার মনের কথা আম আদমী সম্পর্কে প্রকাশ করে। তার-ই প্রতিফলন এই কবিতাটা।

সেলাম! তোমায় সেলাম!!!
হায় জনতা...............
তোমার প্রতি দারুণ অভিমানে জানি না সে কোনজন
অশ্লীল চার অক্ষরে তোমায় বিদ্ধ ক’রে
চ’লে গেছিল বৃন্দাবন;
নির্বাচনের প্রতি তীব্র অনীহায়।
দশকটা ছিল সত্তর, যারা আজকের মত
পরিবর্তনটা চেয়েছিল উত্তেজিত মস্তিষ্ক
আর বৃথা আড়ম্বরযুক্ত কল্পনায় অতি সত্বর!
তাদেরই একজন,
ছিল যার দিশাহীন নিজেরই জীবন!
চলে গেছিল বৃন্দাবন!!!
কি ছিল তার স্লোগান!?
“..................জনগণ
রইলো তোর নির্বাচন
চললাম আমি বৃন্দাবন”!

কি ছিল তার মনে?
তোমার প্রতি দারুণ অভিমানে!?
তোমার প্রতি অবিশ্বাস নাকি ঘৃণা
বা অন্য কোন প্রয়াস?
যে প্রয়াসে ওঠে নাভিশ্বাস!!
তুমি ক্ষমতা বদলের নির্ণায়ক
আর নির্বাচনের নিশ্বাস, তবুও
হায়! জনতা তোমাতে নেই বিশ্বাস!!
তুমি ধৈর্য্যের প্রয়োজনে নাকি
অধৈর্য্যে মাথা নাড়াও!
আর যখন নেই কোন প্রয়োজন
ধৈর্য্য আর শান্তির পতাকা ওড়াও!!
তোমার অপার দয়ায় জেনো
মাথা তুলে দাঁড়ায় কেন্নো! তারপর?
মাড়ায় অবলীলায় মাথা তোমার
ধর্ষণে করে সত্তা ছিন্নভিন্ন!
হায়! জনতা তবুও তুমি ধন্য!
তুমিই নিয়েছো নাকি খুঁজে তাঁরে
তোমারে বাঁচাবার তরে
স্বভাবে যে অসভ্য আর বন্য!
লেখাপড়াই দড় হ’লেই কিম্বা হ’লে গণ্যমান্য
তাঁকে ভাবো ভালো!
শিক্ষার প্রতিফলন যে চরিত্রে, স্বভাবে, আচরণে
তা’তে ফেলোনি কোনদিন আলো!
আদর্শ আর ইষ্ঠহীন জীবন যার
তাঁরে সিংহাসন দাও বারবার!!
আর, আঠেরোই পেয়ে ভোটাধিকার
ভেবেছো বুঝেছো তোমরা সবকিছু সবার!
যা বোঝেনি যৌবন পেরিয়ে বার্ধ্যকে আসা
জনতার দরবার!
জনতা তুমি নাকি চাটনি ভালোবাসো!
যার যেমন চাটনি তেমন কাঁদো হাসো!
নির্বাচনী মেলায় বসে হরেক রকম চাটনি,
ঝাল নোনতা টক মিষ্টি বানায় নেতা-নেত্রী!
যার চাটনি যত ভালো তাকেই গ্রহণ করো,
ভালো-মন্দ কি আছে তার ভিতরে না ফেলে আলো!
জনতা তুমিই ঈশ্বর, তুমি মহান।
তোমার স্পর্শে মূহুর্তে শয়তান হ’য়ে যায় ভগবান
আর ভগবান হয় শয়তান!
জনতা তুমিই ঈশ্বর! তুমি মহান!
তাই সেলাম তোমায় সেলাম।।
( লেখা ৭ই মে, ২০১৯ )

No comments:

Post a Comment