Powered By Blogger

Thursday, May 23, 2024

বিচিত্রা ৫

যতই আসুক ঝড় তুফান,
ব'য়ে যাক পাগলা বাতাস!
বুকের গভীরে আছে দয়াল আমার,
ভয় কি? করি না হা হুতাশ।
মানুষ কো বদল ডালো 
নাকি সমাজ কো বদল ডালো? 
কোনটা? কোনওটাই নয়।
শুধু মুখে দয়াল ব'লো আউর
আপনে আপকো বদল ডালো।
যেমন আশ্রয় দেওয়া মানেই
প্রশ্রয় দেওয়া নয়,
ঠিক তেমনি ব্যাঘাত ঘটালেই উত্তরে
আঘাত দেওয়াও ঠিক নয়।
আঘাত ক'রেই প্রতিবাদ করতে হয়
এ কথা শেখালো কে তোমায়!? 
ভুল সংস্কৃতির বাহক হ'য়ে 
মানুষকে শোধারানো যায় 
নাকি সমাজ গড়া যায়?
প্রতিবাদ আর আঘাত
কিন্তু এক জিনিস নয়
এটা মাথায় রেখো
আর না বুঝে কথা বলা বাহাদুরি নয়কো 
তা কিন্তু আহাম্মকি, বুঝে দেখো।
যদি কাউকে পছন্দ না হয়,
ভালো না লাগে তার কথা
তবে তার থেকে দূরে সরে যাও 
তবুও তাকে আঘাত ক'রে 
ঠাকুরকে দিও না ব্যথা
মিথ্যে দিয়ে কি সত্যকে চাপা দেওয়া যায় 
নাকি শুধু বগবগানিতে 
বাস্তবকে অস্বীকার করা যায়!? 
সত্য বা বাস্তব এতই ঠুনকো!?
তুমি নিজে কিছু করোনি এতদিন 
শুধু ক্ষমতার চূড়ায় বসে বাজিয়েছো ভায়োলিন;
এখন অন্যের কাজে করছো হিংসা, 
হচ্ছে ভাবমূর্তি তোমার মলিন।
ইষ্টনিষ্ঠার বাদাম তুলে হ'লাম গোষ্টীদ্বন্ধের পথিকৃৎ।
দ্বন্দের জন্মে হ'লাম বড়ই প্রীত।
আমরা ওরা'-র পাঁচিলে ইষ্টকে করি খানখান!
গোষ্টী দ্বন্দের জিগির তুলে হ'লাম ইষ্টপ্রাণ!
নিন্দা মন্দের ঝড় তুলে করবো ইষ্টের চাষ!
অন্তর ভরা বিষ মাঝারে নিয়ে কূট শ্বাস!!

All reactions:




No comments:

Post a Comment