দু'বাংলায় দু'জনার জন্ম ছিন্ন হইলো বন্ধন কার?
এ পারেতে রাম রহে ওপারেতে রহিম
ভাইয়ে ভাইয়ে রক্ত ঝরে সর্ব্বনাশা একি দিন।
গঙ্গা আর পদ্মার পাড়ে এক খন্ড জমি আছে।
দুই দিকের দুই নদীর ঢেউ রাম রহিমের চোখে নাচে
একই আশা একই ভাষা হৃদয় জুড়ে ভালোবাসা
এপারেতে রাম কাঁদে ওপারেতে রহিম একা
এপারেতে রাম কাঁদে ওপারেতে রহিম একা
এপার বাংলা ওপার বাংলা আমার তোমার একই বাংলা
ভাইয়ে ভাইয়ে রক্ত ঝরে সর্ব্বনাশা একি খেলা।
গঙ্গা আর পদ্মার হাওয়া এপার ওপার বাংলায় নাচে
মায়ের ছেলের হৃদয় আশঙ্কাতে কেন কাঁপে?
জল্ভরা নয়ন দেখেছিলাম মায়ের
নাড়ীর টান ওপারেতে জীবন কাটে এপারে
স্মৃতিকথায় হৃদয় কাঁপে জল ভরে চোখে।
এপারেতে বৈধব্য বেশ ওপারেতে কৈশোর নাচে।
ভাইয়ে ভাইয়ে রক্ত ঝরে সর্ব্বনাশা একি খেলা।
গঙ্গা আর পদ্মার হাওয়া এপার ওপার বাংলায় নাচে
মায়ের ছেলের হৃদয় আশঙ্কাতে কেন কাঁপে?
জল্ভরা নয়ন দেখেছিলাম মায়ের
নাড়ীর টান ওপারেতে জীবন কাটে এপারে
স্মৃতিকথায় হৃদয় কাঁপে জল ভরে চোখে।
এপারেতে বৈধব্য বেশ ওপারেতে কৈশোর নাচে।
No comments:
Post a Comment