Powered By Blogger

Wednesday, May 1, 2024

প্রবি সমাচার ১

আগেও বলেছি, আবারও বলছি, বারবার বলছি সৎসঙ্গী গুরুভাইবোনেদের দয়াল ছাড়া আপনার সামনে আর কেউ নেই, কিছু নেই। শুধু দয়াল, দয়াল আর দয়াল। মনে রাখবেন দয়াল ছাড়া অন্য কোনও দেবদেবী নির্ভরতা দয়ালের প্রতি বিশ্বাস ভঙ্গের ও বেইমানীর অন্যতম প্রধান কারণ। কোনও দেবদেবীর মধ্যে দয়ালকে দেখতে যাবেন না; যদি দেখতে ইচ্ছে হয় দয়ালের মধ্যে তেত্রিশ কোটি হ'ক আর তেত্রিশহাজার কোটিই হ'ক যত ইচ্ছা হ'ক আর যত বার হ'ক দেশ বিদেশের সব দেবদেবীকে দেখবেন, দেখতে পারেন। যারা দূর্বল, যারা অবিশ্বাসী, যারা কিছুই করে না ফোকটে পেতে চায়, যারা ধান্দাবাজ, যারা কপট, যারা মুখে মারিতং জগতের প্রতিনিধি, যারা লোভী, যারা ভন্ড, যারা ষোলো আনি বৃত্তি-প্রবৃত্তির পূজারি, যারা ঠাকুরকে ভাঙ্গিয়ে খায়, যারা মুখে ঠাকুর ঠাকুর আর কাজে করে চুরি পুকুর, যারা ঠাকুরের জন্য অর্থ প্রাচুর্য থাকা সত্ত্বেও ব্যয় করে না আর করলেও নামের মোহে আত্মপ্রতিষ্ঠার কারণে করে, যারা কেন্দ্র, আচার্য মানে না ও আশীর্বাদের ধার ধারে না অথচ ঠাকুর নিয়ে মেতে থাকার নাটক অভিনয় করে এমনতর সৎসঙ্গী কিন্তু সৎসঙ্গী নয়। দুনিয়ার অমূর্ত ভগবান আর যত বাবাজীদের মাঝে আসনে দিনদুনিয়ার মালিক পরমপিতা পুরুষোত্তম সৃষ্টিকর্তা জীব জগতের জীবনের কারণ পরম কারুণিক রক্ত মাংস সংকুল জীবন্ত ইশ্বর শ্রীশ্রীঠাকুর অনূকূল চন্দ্রকে রাখবেন না।


করোনা মহামারীর এই ভয়ংকর বিপদের দিনে উপরিউক্ত অনুভব ও উপলব্ধি সকলের সুবিধার জন্য শেয়ার করলাম। মানতেও পারেন, নাও মানতে পারেন। সকলের সুবিধার জন্য এবং সবসময়ের জন্য যদি নিশ্চিন্তে নির্বিঘ্নে আনন্দময় পরিবেশে বাচতে ও বাচাতে চান প্রিয়জনকে তাহ'লে উপরিউক্ত অনুভব ও উপলব্ধি মাথায় নিয়ে কয়েকটি পদক্ষেপ গ্রহণ করুন।


১) ইষ্টভৃতি করুন, আগ্রহের সঙ্গে আকুল হ'য়ে করুন আর নাম, নাম, নাম অনবরত নাম করুন।
২) আচার্যদেবের নির্দেশ মানুন।
৩) কপটতা ত্যাগ করুন।
৪) ঠাকুরকে আয়ের উপকরণ করবেন না।
৫) ইষ্ট ও ইষ্টস্বার্থপ্রতিষ্ঠার কাজ কিছু করুন আর না-ই করুন ঠাকুর যা পছন্দ করেন না,
যে কাজে ব্যথা পান সে কাজ করবেন না, বলবেন না।
৬) নেগেটিভ সঙ্গ ত্যাগ করুন তা সে সৎসঙ্গী হ'ক আর যেই-ই হ'ক। বরং একলা থাকুন।
৭) প্রতিমুহুর্ত নিজে ঠাকুর মুখী থাকার অভ্যাস করুন ও পরিবারকে অভ্যাস করান।
৮) টিভিতে অনবরত প্রচারিত করোনা খবর দেখা বন্ধ করুন।
৯) ইউ টিউবে বাবাইদাদার স্পিচ শুনুন।
১০) সদাচার পালন করুন, সহজপাচ্য বাড়ির খাবার খান।
( লেখা ১লা মে, ২০২১ )

No comments:

Post a Comment