দু'কান কাটা গ্রামের মাঝখান দিয়ে হাঁটে।
ঘুমিয়ে ঘুমিয়ে কেটেছে বহু দিনএবার পুষিয়ে দে তোর ঋণ।
অন্যায় আর মিথ্যাকে সাথী ক'রে
ভবসাগর পার হবি বুঝি তুই ওরে!?
এক কান কাটা যায় মাঠের ধার দিয়ে আর
দু' কান কাটা যায় মাঠের মাঝখান দিয়েঅন্যকে কিছু বলার আগে
নিজের চরিত্র নিজের আয়নায় দেখা লাগে।ইষ্টপ্রাণতার ধ্বজা তুলে ইষ্টপ্রতিষ্ঠায় করবি রে তুই কামাল?
"ঠাকুর তোর এতই বেকুব ফাঁকি দেখে নয় সামাল"!!
ফাঁকির ফাঁকে পড়বি যখন বুঝবি তখন ঠ্যালা;
শুধরাতে যদি চাস, তবে তুই শুধরে নে এই বেলা।।
বৃত্তি টান প্রবল হ'লে ব্যবসা বুদ্ধি খোলে;
ইষ্ট প্রেমে মাতাল হ'লে ভাসে নয়ন জলে।ইষ্টপ্রেমের মুখোশ প'ড়ে হলি ইষ্টনিষ্ঠ!
পাপাচারে ডুবে রে তুই করলি নিজের অনিষ্ট!!
ইষ্ট কথার ফোয়ারা ছুটিয়ে ভাবছো হয়েছো ইষ্টপ্রেমে ধন্য?
ব্যবহারে নাই, কালকা যোগী ভাতেরে কও অন্ন!!
ইষ্ট সেবার আড়ালে করো নিজের ব্যবসা বুদ্ধির সেবা!
বৃত্তি স্বার্থের ধান্দা নিয়ে ছুটছো তুমি দেবা!!
বৃত্তি স্বার্থের ধান্দা নিয়ে ছুটছো তুমি দেবা!!
এসো মন্দিরমুখী করি সবারে কামাতে ধন, মান!
(২৫শে মে,২০১৭)
ইষ্টমুখীর ধার ধারী না, যায় যদি যায় যাক প্রাণ!!
ঠান্ডা হাওয়া খাইয়ে তোমায় অবশ ক'রে দিলাম!
ঠান্ডা হাওয়া খাইয়ে তোমায় অবশ ক'রে দিলাম!
দু'হাত ভ'রে টাকা কামিয়ে পকেট ভ'রে নিলাম!!!!
আমি ইষ্টপ্রাণ!
মন্দিরমুখী হও সবাই' জিগির তুলে হ'লাম ইষ্টপ্রেমী;
ইষ্টমুখীর ধার ধারী না; বন্ধু! আমি মন্দিরপ্রেমী!!
লম্ফ দিয়ে ঝম্প মেরে এলাকা করি দখল!
টাকার নেশায় মত্ত মোরা ইষ্টনেশা নকল!!
টাকার নেশায় মত্ত মোরা ইষ্টনেশা নকল!!
আফজল খাঁয়ের প্রেম আর মেঘনাদের চাতুরী!
ইষ্টপ্রাণতার নামে এই অস্ত্রে চালাও ভক্তের বুকে হাতুড়ি!!
ইষ্টপ্রাণতার নামে এই অস্ত্রে চালাও ভক্তের বুকে হাতুড়ি!!
তোমার সাথে বন্ধুত্ব হইলো কিন্ত বন্ধু হইলা না!
বন্ধুর চাইতে ছিল ধান্দা বড় আগে কইলা না!!
বুকের মাঝে নিলাম টেনে বন্ধু ভেবে যারে
আস্তিনে লুকানো খঞ্জরে ভাই বুকটা দিলে ফেড়ে!?
No comments:
Post a Comment