ঈশ্বর একমাত্র আশ্রয়, ঈশ্বর ছাড়া সব নিরাশ্রয়।
ঈশ্বর একমাত্র আনন্দ ঈশ্বরহীন বাকী সব বিষয়
সাময়িক অবশেষে নিরানন্দ।
ঈশ্বর একমাত্র সুন্দর ঈশ্বর বাদ দিয়ে জীবন কুৎসিত।
ঈশ্বর নিখুঁত সঠিক, ঈশ্বর বাদ দিয়ে বাকী সব যা' কিছু
ভুল ও বেঠিক।
আর ঈশ্বর মানে? রক্তমাংস সঙ্কুল জীবন্ত ঈশ্বর।
( লেখা ১৬ই জানুয়ারী'২০১৮)
যার যা ভাবনা তাই নিয়েই সে থাকুক;
আমার ভাবনা হে প্রভু! দিন শেষে অবশেষে
সবার সাথে সবার ভাব থাকুক!
ঐ ইটকেই ক'রে নিয়ে ব্রহ্মাস্ত্র
বন্ধু দেখাও বাঁচা-বাড়ার মিরাক্কেল!!
যার যা ভাবনা তাই নিয়েই সে থাকুক;
আমার ভাবনা হে প্রভু! দিন শেষে অবশেষে
সবার সাথে সবার ভাব থাকুক!
ইট মারলেই মারতে হবে পাটকেল!?
এই কি তোমার আক্কেল!ঐ ইটকেই ক'রে নিয়ে ব্রহ্মাস্ত্র
বন্ধু দেখাও বাঁচা-বাড়ার মিরাক্কেল!!
( লেখা ১৬ই জানুয়ারী'২০১৯)
কর্ণের দুঃখজনক মৃত্যু ছিল চক্রব্যূহে নিরস্ত্র অভিমুন্যকে নৃশংস ভাবে হত্যার কর্মফল। সমঝদারোকে লিয়ে ইশারা কাফি হোতা হ্যায়। তাই বিচারের ভার ঠাকুরের উপর ছেড়ে দিলাম।
( লেখা ১৬ই জানুয়ারী'২০২৩)
( লেখা ১৬ই জানুয়ারী'২০২৩)
No comments:
Post a Comment