এরকম যে শুধু এরা ফেসবুকে করে তা নয়, প্রায় সমস্ত মন্দিরেই এই ধরণের কিছু ইয়ং সৎসঙ্গী আছে যারা এরকম উদ্ধত আচরণ করে, অবিনদাদার নাম ভাঙ্গিয়ে নিজেদের অবিনদাদার ঘনিষ্ঠ বলে প্রচার ক'রে। শ্রীশ্রীঠাকুর, শ্রীশ্রীআচার্যদেব এদের কাছে গৌণ। অথচ এদের অনেকেই অবিনদাদার মুখোমুখি কোনোদিন হয়নি। এরকম অপমানিত বহু নোতুন পুরোনো সৎসঙ্গী আছে যারা এই সমস্ত নব্য ইয়ং সৎসঙ্গীদের 'গাঁয়ে মানে না আপনি মোড়ল' জাতীয় আচরণে অপমানিত হ'য়ে ঘৃণায়, রাগে, বিরক্তিতে, ভয়ে পিছনে সরে গেছে ও যাচ্ছে। একদিকে পুরোনোদের ও হারিয়ে যাওয়াদের ঘরে ফেরার ডাক দিয়ে শ্রীশ্রীঅবিনদাদা যে প্রভু যীশুর মতো তাঁর হারিয়ে যাওয়া ভেড়াগুলিকে ঘরে ফিরিয়ে আনার নিদ্রাহীন কঠিন কাজে নিমগ্ন অন্যদিকে জুডাস রূপী, মীরজাফর রুপী ও জগত শেঠ-এর মত মানুষেরা সৎসঙ্গীদের মাঝে ভিড়ে সৎসঙ্গী সেজে শ্রীশ্রীঅবিনদাদার স্কোয়াডের শিরোভাগে দাঁড়িয়ে গেছে নিজেদের ব্যবহার দিয়ে ঘরের বাইরে ক'রে দেবে ব'লে।
মনে হয় এদের জিজ্ঞেস করি এরা সৎসঙ্গী কিনা? এদের ধারণা আমাদের কারও কোনও কাজ নেই ও এদের থট প্রসেস খুব স্ট্রং। তাই এরা মনে করে এরাই একমাত্র ঠাকুরের কাজ করে আর আমাদের কাজ নেই। এরা ডি পি-র কাজে যুক্ত আছে। তা' এদের যখন জিজ্ঞেস করি, আপনার স্ট্রং থট প্রসেস দিয়ে ডি পি ওয়ার্কের Full form এবং মূল অর্থটা কি একটু বলবেন? তখন বলতে পারে না এরা ডি পি ওয়ার্কের Full form। আর, যখন জিজ্ঞেস করি ডি পি ওয়ার্কের কাজে যখন এতই ব্যস্ত আছেন তখন ফেসবুকে কি করছেন আপনারা? তখন আরও চটে যায় এরা। অন্যকে যখন ফেসবুকে এসে 'কাজ নেই তো খই ভাজ' বলে কটাক্ষ করে তখন এরা নিজেরাই ফেসবুকে এসে এই বিষয়ে মন দিতে সময় পাচ্ছেন কিভাবে? তার মানে এরাও মুখে মারিতং জগতের সৎসঙ্গী? নিজেরাই 'কাজ নেই তো খই ভাজ' দলের লোক হ'য়ে অন্যকে পরামর্শ দিতে এসেছেন ডি পি ওয়ার্ক করার? একটা দু'টো পোষ্ট দেখেই গাত্রদাহ হ'চ্ছে এদের? এরা বলে দেবে, এরা ডিক্টেট করবে কে কি লিখবে আর না লিখবে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় বা অন্য কোনওখানে? এরা বলে দেবে কে কি বলবে ভিডিওতে? সৎসঙ্গী হ'য়ে সত্যের সন্ধানে অনাগ্রহী এরা? এরা ডি পি ওয়ার্ক ক'রে দিনের শেষে এসে এদের এইরকম অন্যায্য ব্যবহার হয় তাহ'লে ডি, পি, ওয়ার্ক কি কাজ দিল? ডি পি ওয়ার্ক করার মধ্যে দিয়ে শ্রীশ্রীঅবিনদাদা কি এটা শিখিয়েছেন নাকি দিনের শেষে ডি পি ওয়ার্ক করছেন ভেবে অহংকারে ধাক্কা মেরে অপমান ক'রে পুনরায় পুরোনো ও প্রবীণ সৎসঙ্গীদের পিছনে ঠেলে দেবেন? এটাই ডি পি ওয়ার্কের অবিনদাদার শিক্ষা? কে দিল এই শিক্ষা? শ্রীশ্রীঅবিনদাদা নাকি এদের ডি পি ওয়ার্কের দল নাকি 'কাল কা যোগী ভাতকে বলে অন্ন' এই ঔদ্ধত্বপূর্ণ সৎসঙ্গীর শিক্ষা? ডি পি ওয়ার্ক করতে গিয়ে সৎসঙ্গীদের সঙ্গে এইভাবে কথা বলেন নাকি এরা? নাকি তখন ভালোমানুষের মুখোশ পড়ে থাকেন? ঘরে এলেই জে কে স্টীল? এরা আমাকে ব্যাঙ্গাত্মক খোঁচা মেরে কথা বলছেন আবার অন্য গুরুভাই প্রবীণ এক দাদাকে গুরুজন জেনেও প্রতিবাদ করার কারণে 'আপনি অনেক বুদ্ধি রাখেন' ব'লে কটাক্ষ করছেন। গুরুভাই দাদারা তো এদের কাছে জানতে চান, এদের ব্যবহারের সম্বন্ধে, সেটা গুরুভাইদের অপরাধ? সৎসঙ্গী হ'য়ে সৎসঙ্গীর প্রশ্নের উত্তরটা তো দিন! শ্রীশ্রীঠাকুরের দীক্ষা নিয়ে এটা শিখেছেন নাকি, উত্তর জানা না থাকলে কটাক্ষ ক'রে অপমান করতে হবে? তাহ'লে অকারণ প্রশ্ন করার সুযোগ কেন দেন ইনারা? ডি পি ওয়ার্ক করছেন বলে অহংকারে রাতারাতি বিরাট কথার স্রোতে ভাসা ভক্ত সৎসঙ্গী হ'য়ে নোংরা যাকে তাকে অশ্লীল কথা বলবেন, শ্রীশ্রীঠাকুরের আত্মজদের কানে গরম সীসা ঢেলে দেওয়ার মত সীমাহীন ক্ষমাহীন অশ্লীল যৌন কথা বলবেন, আঘাত করবেন নোতুন পুরোনো প্রবীণ সৎসঙ্গীদের আবার বড় গলায় ফেসবুকে এসে নিজেরাই ডি পি ওয়ার্কের নামে ঝাঁঝালো অম্ল ঢেঁকুর তুলছেন? এরা যদি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে, দিনের পর দিন ফেসবুকে এরকম ঘৃণ্য নোংরা আস্পর্ধা ঔদ্ধত্ব দেখাতে পারেন তাহ'লে তাঁর বিরুদ্ধে শালীন প্রতিবাদটুকু করা যাবে না? শ্রীশ্রীঠাকুরের কথা অনুযায়ী মিষ্টি ভাষায় স্পষ্ট কথা বলা যাবে না? এরা যদি এর পরেও সৎসঙ্গী হয় আমরা তাহ'লে এই প্রবীণ বয়সে এসে লাঞ্ছিত অপমানিত হবো একদল নব্য ইয়ং জেনারেশনের কাছে? শ্রীশ্রীঅবিনদাদা কি এইরকম অসভ্য ইয়ং জেনারেশন চেয়েছিলেন নাকি? এইরকম অসভ্য ইয়ং জেনারেশন শ্রীশ্রীঅবিনদাদাকে তাদের ঘৃণ্য কাজের পৃষ্টপোষক ব'লে মনে করে নাকি? এরা মনে করে যে শ্রীশ্রীঅবীনদাদা এদের সমর্থন করেন? যারা মূল কেন্দ্রের সৎসঙ্গী হ'য়ে শ্রীশ্রীঠাকুর আত্মজদের অশ্লীল গালাগালি করে, গুরুভাইবোনেদের সম্মান করতে জানে না, প্রবীণ বয়োজ্যেষ্ঠদের অসম্মান ক'রে খোঁচা মেরে নোংরা কথা বলে, গালাগালি করে তারাই আবার নিজেদের শ্রীশ্রীঅবিনদাদার প্রোজেক্ট ডি, পি, ওয়ার্কের দায়ীত্বপ্রাপ্ত জ্ঞানী কর্মী সাজিয়ে প্রচার ক'রে বেড়ায়?
তাদের জিজ্ঞেস করছি, আলিপুর দুয়ারে যখন শ্রীশ্রীঅবিনদাদার মঞ্চের বক্তব্য নিয়ে সমালোচনার ঝড় ব'য়ে গিয়েছিল, তোলপাড় হয়েছিল সৎসঙ্গ জগত তখন আপনারা যারা শ্রীশ্রীঅবিনদাদাকে আপনাদের ইয়ং জেনারেশনের একক সম্পত্তি মনে করেন তারা সেইসময় আপনারা ক'জন তাঁর পাশে ঢাল হ'য়ে দাঁড়িয়ে সমালোচকদের তীক্ষ্ণ শানিত আপাত যৌক্তিক হাজার হাজার প্রশ্নের মোকাবিলা করে যৌক্তিক উত্তর দিয়েছিলেন? যখন শ্রীশ্রীঅবিনদাদা বারবার মঞ্চ থেকে অনুরোধ করেছিলেন ফটো না তুলতে, ভিডিও না বানাতে, ভিডিও বানিয়ে প্রকাশ না করতে তখন আপনাদের মত লাখো শ্রীশ্রীঅবিনদাদা প্রেমী ইয়ং জেনারেশন তাঁর গাইড মেনেছিলেন সেদিন? বারণ করা সত্ত্বেও ভিডিও তুলে তা' পোষ্ট করেছিলেন। মনে ক'রে দেখুন সেই সময়ের ছবি, যদি জানা থাকে। স্মৃতিবাহী চেতনায় ভর ক'রে ফিরে যান সেই সময়ের ফেসবুক, ভিডিও ও ইউ টিউব জুড়ে বিরোধীদের শ্রীশ্রীঅবিনদাদা বিরোধী আয়লা ঝড়ের দিনগুলিতে। যদি অবশ্য স্মৃতিবাহী চেতনা ব'লে কিছু থেকে থাকে। কোথায় ছিল সেদিন শ্রীশ্রীঅবিনদাদার তথাকথিত কথার স্রোতে ভাসা লক্ষ লক্ষ ইয়ং জেনারেশন?
তাই স্বাভাবিকভাবেই অনেক দুঃখ নিয়ে এই বয়সে এসে মনে প্রশ্ন জাগে এরা এদের মতো ইয়ং জেনারেশন দিনের পর দিন ডি পি ওয়ার্কের নামে এরকম অশালীন আচরণ ক'রে বেড়ায় কিসের জোরে? কোন শক্তিতে বলবান হ'য়ে এরা সৎসঙ্গী গুরুভাইবোনেদের কথা ছেড়ে দিলাম শ্রীশ্রীঠাকুর আত্মজদের পর্যন্ত অশ্লীল আক্রমণ করতে ছাড়ে না? এরা এতটাই শক্তিমান যে ফেসবুকে এদের এরকম শয়তানী দাপাদাপি দেখেও একজন সৎসঙ্গীও ছোটো থেকে বড়, নবীন থেকে প্রবীণ, অখ্যাত থেকে খ্যাত, পরিচিত থেকে অপরিচিত কেউই এদের বিরুদ্ধে মৃদু প্রতিবাদ পর্যন্ত করে না? কিন্তু এদেরই লেখায়, কমেন্টে শ্রীশ্রীঠাকুরের প্রতি প্রেমের ভালোবাসার দয়ার কথা বলবার সময় বা লিখবার সময় বুকের বরফ গলে একেবারে ঝরণা হ'য়ে যায়। এমনই সৎসঙ্গী শ্রীশ্রীঠাকুর চেয়েছিলেন? শুধু কোয়ান্টিটিই চেয়েছিলেন ঠাকুর, কোয়ালিটি চাননি? শ্রীশ্রীঠাকুরের কথামতো মিষ্টিভাষায় স্পষ্টবাদী হ'তে পর্যন্ত এদের মন সায় দেয় না? ভাবি এদের কি বিবেক ব'লে কিছুই নেই? 'আমার গায়ে আঁচ না লাগে ফুরিয়ে যাবে মামলা' মানসিকতা নিয়ে ফেসবুকের পোষ্টে শ্রীশ্রীঠাকুরের আত্মজ পূজ্যপাদ শ্রীশ্রীবিবেকদাদা ও শ্রীশ্রীকাজলদাদা সম্পর্কে এরকম অশালীন অশ্লীল মন্তব্য দেখেও এরা কিছু বলে না, পাশ কাটিয়ে চলে যায়, নতুবা এখানেও 'জয়গুরু' জানিয়ে শ্রীশ্রীঠাকুরের প্রতি ভক্তি ভালোবাসা জানিয়ে দায়িত্ব ও কর্তব্য শেষ করে। এরাই হবে saviour of mankind (মানুষের ত্রাণকর্ত্তা)? শ্রীশ্রীঠাকুর বলেছিলেন, "মনে রাখবেন আমি চাই আপনারা হয়ে ওঠেন future saviour of mankind." এই তার হ'য়ে ওঠার নমুনা?
শ্রীশ্রীঠাকুর বললেন,টান হ'লো ইষ্টে অসীম
পরাক্রমহীন কিন্তু,পশুর টানেও বিক্রম থাকে
তুই কেমনতর জন্তু।
তাই সবশেষে বলি, এই ডি, পি, ওয়ার্কের মত মহাযজ্ঞে এদের ব্যবহার, আচার আচরণ, কথাবার্তা দেখে মনে হয় এরা সব জুডাস, মীরজাফর, জগত শেঠের দল যারা ডি পি ওয়ার্কের নামে H. I. Work (a hypocrite ingenuityWork/কপট চাতুরী কাজ) ক'রে বেড়াচ্ছে, তারা শ্রীশ্রীঅবিনদাদার ডি পি ওয়ার্কের সৈনিক হ'তে পারে না।
যাই হ'ক, পরমপিতা সব দেখছেন, সবাইকে দেখছেন। তিনিই বিচারক, তিনিই এর বিচার করুন।
আজ এই পর্যন্ত। নমস্কার, জয়গুরু। প্রবি।
No comments:
Post a Comment