Powered By Blogger

Saturday, January 18, 2025

বিচিত্রাঃ ৮২

জীবনের ট্র্যাজেডি! (১)
হে জীবন!
তুমি গড়তে পারলে না কিছুই 
শুধু ভাঙার নায়ক হ'য়েই র'ইলে!

জীবনের ট্র্যাজেডি! (২)
হে জীবন!
তুমি নিজেও হাসলে না, হাসাতেও পারলে না!
শুধুই কাঁদিয়ে গেলে সবাইকে!!

জীবনের ট্র্যাজেডি! (৩)
হে জীবন!
জীবনে দিলে না কিছুই কাউকে
হাত বাড়িয়ে নিয়ে গেলে শুধুই আর 
প্রতিদানে দিলে শুধুই আঘাত আর আঘা

জীবনের ট্র্যাজেডি! (৪)
হে জীবন!
নিজেকে নিয়েই মত্ত উল্লাসে 
অন্যের জীবনে ঢেলে সর্বনাশের আগুন! 
তোমার জীবনে বইছে হাওয়া ফাগুন!!

জীবনের ট্র্যাজেডি! (৫)
হে জীবন!
উগ্রতাকে করলে সাথী ভদ্রতাকে পা দিয়ে মাড়িয়ে! 
আর মৃত্যুকে করলে বন্ধু
জীবনকে তাড়িয়ে!!

জীবনের ট্র্যাজেডি! (৬)
হে জীবন!
ভুলের হুলে জীবনকে করলে ক্ষতবিক্ষত 
আর অন্যের ঘাড়ে ব'সলে চেপে!
নিজের ভুল দেখলে না একবার মেপে!

জীবনের ট্র্যাজেডি! (৭)
হে জীবন!
নিজে থাকতে চাও হাসিখুশি অন্যকে কাঁদিয়ে! 
থাকতে চাও কূলের শক্ত জমিতে 
অন্যকে অকূলে ভাসিয়ে!!

জীবনের ট্র্যাজেডি! (৮)
হে জীবন!
জীবন একটা অংক। 
অন্যের অংক ক'রে জটিল 
নিজের অংককে করো সরল! 
সরলতা ভালো যদি না থাকে বুকে গরল!

জীবনের ট্র্যাজেডি! (৯)
হে জীবন!
যার ব্যথা বুঝলে না তাকে কি করবে সাহায্য!? 
নিজে ব্যস্ত বুঝে নিতে নিজের ন্যায্য-অন্যায্য!

জীবনের ট্র্যাজেডি! (১০)
হে জীবন!
ভুল জীবন করে, মহাজীবন ঈশ্বর নয়! 
তুমি তো ঈশ্বরপুত্র সামান্য ভুলে 
করো অন্যের অসামান্য ক্ষয়!

জীবনের ট্র্যাজেডি! (১১)
হে জীবন!
তোমাকে বিশ্বাস ক'রে ধরেছিল যে জীবন তোমার হাত 
সেই দু'হাত কেটে নিয়ে ক'রে দিলে তার জীবন বরবাদ!
( লেখা ১৮ই জানুয়ারী'২০২০)

জীবনের ট্র্যাজেডি! (১২)
হে জীবন!
যে তোমায় বাসলো ভালো 
দিলো তোমায় বুকে স্থান 
সেই বুকেই তুমি মারলে লাথি 
জীবন করলে খানখান!!
( লেখা ২০শে জানুয়ারী'২০২০)

ঈশ্বর এদের সহায় হ'ন! অন্তরের অন্তঃস্থল থেকে এদের জন্য প্রার্থনা জানাই এরা যেন পরমদয়ালের অযাচিত দয়ায় ভরপুর হ'য়েই এই দুর্গম পথ পাড়ি দেয়!! হে দয়াল! এই ভয়ঙ্কর যাত্রার সময় যেন কোনোদিনই কোনও অবস্থায় তোমার দয়া থেকে তোমার এই সন্তানরা বঞ্চিত না হয়!!!
( লেখা ১৮ই জানুয়ারী'২০২০)

এখন দেশের প্রধান বিষয় এবং তা সমস্ত ক্ষেত্রের----- তা সে রাজনীতি, ধর্ম্ম, শিক্ষা, ক্রীড়া ইত্যাদি ইত্যাদি তা সে যে বিষয় হ'ক না কেন------ইয়ং জেনারেশনের মাথা দাও গুলিয়ে, মাথার ঘিলু দাও চটকে যাতে সে কোনওদিনই খুঁজে না পায় সমস্যার উৎস ও সর্ব্বাঙ্গীন সমাধান।
( ১৮ই জানুয়ারী'২০২০)
























































No comments:

Post a Comment