Powered By Blogger

Saturday, January 25, 2025

বিচিত্রাঃ ৮৮

নিজেকে পরিবর্তন করো, 
ঠাকুরের উপস্থিতি ও দয়া 
প্রতি মুহূর্তে অনুভব করতে পারবে।

নিজেকে পরিবর্তন যদি না করো
দয়ালের দয়া থেকে বঞ্চিত হবে।
যদি ঘরের দরজা জানালা বন্ধ থাকে
সূর্যের আলো বাইরেই পড়বে।

আমার সঙ্গে চালাকি করতে পারো 
কিন্তু ঠাকুরের সঙ্গে নয়।
ঠাকুরের সঙ্গে চালাকি করতে গেলে 
বুঝতে পারবে না তাঁর চাল কি!

আমি জীবাত্মা। 
আমি জীবন্ত ঈশ্বরকে চিনতে অক্ষম। 
কিন্তু ঈশ্বর পূজারী মহাত্মারা কেন 
জীবন্ত ঈশ্বরকে চিনতে পারে না? কোথায় ত্রুটি?

যখন গোটা পৃথিবী হিংসার আগুনে জ্বলছে 
তখন নীরবে চোখের জল ফেলছেন পৃথিবীর স্রষ্টা। 
আর, স্রষ্টার অনুগামীরা করছে মারামারি।

"শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, বিপ্লব আনে মুক্তি"; 
গোড়া কেটে আগায় জল ঢালার মত যত্ত সব বালখিল্য যুক্তি।

"লড়াই, লড়াই, লড়াই চাই, লড়াই ক'রে বাঁচতে চাই।"
আদর্শহীন বৃত্তি-প্রবৃত্তিতে ডুবে থাকা চরম ভাঙাচোরা জীবন 
কার বিরুদ্ধে লড়বে?

রিপুতাড়িত বৃত্তি-প্রবৃত্তিতে আকন্ঠ ডুবে থাকা জীবাত্মা;
ক্ষমতার লোভ কার নেই?
কে নির্লোভী? কে উদাসীন? কে নিস্পৃহ?

বিবেকহীন ও বর্জিত ব্যক্তিই বেশী বিবেকের ঢঙ্কা বাজায়।
এদের বিবেক ভাসে কথার স্রোতে ও শর্ট কাট করাতে, 
প্রকৃত করার স্রোতে নয়।
( লেখা ২৫শে জানুয়ারী'২০২৫)
























No comments:

Post a Comment