Powered By Blogger

Saturday, January 4, 2025

বিচিত্রা ৭৫

ধর্ম প্রতিষ্ঠার নামে বন্ধু করছো তুমি কিন্তু অধর্ম!
জেনে বুঝে যদি ক'রে থাকো তা' 
তাহ'লে থাক সেকথা; 
অন্যথায় বোঝো ধর্মের মর্ম।

আমার হৃদ মাঝারে আছো তুমি, 
বলছি হেঁকে জোর গলায়!
বিবেক বলে,
হৃদ মাঝারে রেখেছো কবে?
আর হাসে 
'তোমায় ছেড়ে দেবো না' বলায়!!

‘তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না’=-
ব’লে কবে থেকে গলা ফাটিয়ে চেঁচিয়ে নেচে কুঁদে
চ্যাঁচাচ্ছো। দিন যায় চলে, জীবন সূর্য যায় ঢলে
পলে পলে। কবে আর রাখবে? খেয়াল রাখছো?
আরে আগে তো হৃদয়ে রাখো, 
তবে না ছেড়ে দেওয়া
আর না-দেওয়ার প্রশ্ন উঠবে!!
( ৪ই জানুয়ারী'১৮)

সাবধান!
শয়তানের হাসি ভগবানের চেয়েও মিষ্টি!
ভগবানের হাসি ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি!!

তোমার অন্তরে সত্য-মিথ্যা কি লুকিয়ে আছে
তা তুমি জানো আর কে জানে?
কেউ জানুক না জানুক ঈশ্বর জানে! সাবধান!!

পাপ ঢেকে রেখে অজ্ঞ লোককে, নতুনকে
উল্টোপাল্টা ভুল বোঝানো যায়
কিন্তু পাপ সময়মত পচে গলে বেরিয়ে আসে!
সাবধান! সময় কারও বান্দা নয়!
( লেখা ৪ই জানুয়ারী'২০)

পাহাড় দয়ালের কাছে যদি না আসে
তবে দয়াল পাহাড়ের কাছে যায়।
তবুও পাহাড় চিনতে পারে না দয়ালকে।
কারণ সে পাহাড়, এই সূক্ষ্ম অহংকারে।

Immerse yourself in the NAME R.S
Stay away from negative waves.
May God bless you.
( ৪ই জানুয়ারী'২৪)





No comments:

Post a Comment