Powered By Blogger

Monday, January 6, 2025

বিচিত্রাঃ ৭৬

যার জীবনে যত ভুল কম,
তার জীবনে তত সুখ বেশী। 
যার জীবনে ঠাকুর প্রধান
বাকি সব গৌণ, 
তার জীবনে নেই কোনও ভুল,
তত তার নির্মল হাসি জেনো ।

জীবনে ঠাকুর প্রধান, বাকী সব গৌণ-
এ কথার মানে কি?
ঠাকুর প্রধান মানে তাঁর চলন প্রধান।
আর, তাঁর চলন যদি আমার চলন না-হয়
বাকী সব হয় জীবনে প্রধান,
তাহ'লে জীবনে সবটাই জেনো ফাঁকি।
( লেখা ৬ই জানুয়রী'১৮)













No comments:

Post a Comment