বন্ধু দিচ্ছো তুমি দৌড়!
অন্তরেতে মারো ঝাঁক দেখবে সেথায়
আঁধারেতে আছে বসে এক ছুপারুস্তম চোর!
‘না মানার' চাষ দিয়ে দিন শুরু তোমার
‘না মানার' চাষ দিয়ে দিন শুরু তোমার
তবুও চাও তুমি মান্যতা!
অশ্রদ্ধার লাঙ্গল দিয়ে চষেছো জীবন
অশ্রদ্ধার লাঙ্গল দিয়ে চষেছো জীবন
ফসল কি ফলবে অন্যথা!?
ঈশ্বর যখন স্বয়ং আসেন নেবে
ঈশ্বর যখন স্বয়ং আসেন নেবে
তাঁকে চ্যালেঞ্জ জানায় কে?
ঈশ্বর বিশ্বাসী অজ্ঞানী ভক্ত
আর অহংকারী জ্ঞানী পন্ডিত যে!!
ঠাকুর এবার এলেন তোমার
ঈশ্বর বিশ্বাসী অজ্ঞানী ভক্ত
আর অহংকারী জ্ঞানী পন্ডিত যে!!
ঠাকুর এবার এলেন তোমার
কাউকে করতে নয়কো বধ,
এলেন সবাইকে প্রেমে করতে বশ;
তা' দুর্বলতা ভেবে তুমি ভাই গুরু
তাঁকে করতে চাও অবশ!!!
রাজনীতিতে ধর্ম নেই,
ধর্মে আছে রাজনীতি!
বাঁচা বাড়ার উল্টো চলে;
সবখানেতেই মরণনীতি!!
এলেন সবাইকে প্রেমে করতে বশ;
তা' দুর্বলতা ভেবে তুমি ভাই গুরু
তাঁকে করতে চাও অবশ!!!
রাজনীতিতে ধর্ম নেই,
ধর্মে আছে রাজনীতি!
বাঁচা বাড়ার উল্টো চলে;
সবখানেতেই মরণনীতি!!
অনেক বড় বোদ্ধা তুমি,
অনেক বড় পন্ডিত!
আলোচনা সভায় গোড়া কেটে
অনেক বড় পন্ডিত!
আলোচনা সভায় গোড়া কেটে
দাও আগায় জল,
দাও সমস্যার সমাধান খন্ডিত!!
বন্ধু! তোমার কাজ তুমি করো
দাও সমস্যার সমাধান খন্ডিত!!
বন্ধু! তোমার কাজ তুমি করো
দেখতে যেও না অন্যে করছে কি;
অন্যের দোষ দেখতে গিয়ে তোমার
অন্যের দোষ দেখতে গিয়ে তোমার
নিজের কাজে হচ্ছে কিন্তু ফাঁকি!!
( লেখা ৩রা জানুয়ারী'২০১৮)
No comments:
Post a Comment