Powered By Blogger

Saturday, January 11, 2025

বিচিত্রাঃ ৭৮

O Dayal!
My request to you is to reflect your character in my character;
I don't want anything else in my life.

কাল কাল ক'রে ক'রে মহাকাল গ্রাস ক'রে ফেলবে তোমায়।
মুখ ফেরাও, ফেরাও তোমার মুখ।
দূরে, ক্রমশ দূরে সরে যেও না দয়াল থেকে।
নিজে বাঁচো, অন্যকে বাঁচাও।

শরীরের সমস্ত রোগের উৎস নেতিবাচক মানসিকতা (Negative mentality)। এর ফলেই শরীরে secretion (নিঃসরণ) হয় ভয়ংকর অ্যাসিডের। সাবধান।

The source of all diseases in the body is negative mentality. 
As a result of this, the body secretes dangerous acids. be careful.
( ১১ই জানুয়ারী'২৪)

দেশের নির্বাচিত প্রধানমন্ত্রীকে দেশের ভিতরেই রাজ্য সফরের সময় 'গো ব্যাক' না ব'লে নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে তাঁকে কুর্শি থেকে 'গো ব্যাক' করা হ'ক। কবে এই সংস্কৃতি চালু হবে!? কবে বন্ধ হবে এই অশিক্ষার-কুশিক্ষার চাষ !? কবে আসবে সেই দিন!?

দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশের কোনও রাজ্যে আসতে পারবে না!? কেন!? কি বলেন রাজ্যের নেতা ও বিদগ্ধজন!?
কেউ নেই তোমার পাশে, চারপাশে! ঈশ্বরও নেই!!
আছে শুধু বিধি আর তার বিধান!!! সাবধান।

ঈশ্বরের উপর ছেড়ে দাও বিচারের ভার।
বিচারে উপহার-প্রহার স্থির হ'য়ে আছে 
ইষ্টপ্রতিষ্ঠা ও আত্মপ্রতিষ্ঠাকারী
সত্য-মিথ্যার জন্য।
( লেখা ১১ই জানুয়ারী'২০)

শুরু করি কিন্তু হয় না শেষ!
কেন জানি না বারবার
থেকে যায় অবশেষ!!
( ১১ই জানুয়ারী'১৮)
















































































No comments:

Post a Comment