হে প্রিয়,
যদি শরীরে-মনে হালকা থাকতে চাও, রক্তচাপের ওষুধ খেতে না চাও, নার্ভের এবং হার্টের সমস্যায় ভুগতে না চাও, চাও ঘুমের ওষুধ ছাড়া গভীর ঘুমে নিশ্চিন্তে ডুবে যেতে, চাও আনন্দে থাকতে তাহ'লে মনকে ডাস্টবিন ক'রো না, অন্তর পরিষ্কার রাখো, ঈশ্বরকে হৃদয়ে বসতে দাও ও খেলা করতে দাও।
হে প্রিয়,
ভয় থেকে বাঁচো, দূর্বলতা থেকে বাঁচো। শয়তানের হাত থেকে তুমি নিজেকে বাঁচাও, বাঁচাও তোমার সন্তানকে, তোমার পরিবারকে। ভগবানের কাছে নিজেকে সঁপে দাও। শয়তান তোমার মধ্যেই বাস করছে। তাড়াও যতশীঘ্র পার শয়তানকে। শয়তান কিছুই না, শয়তান তোমার বৃত্তি-প্রবৃত্তি, তোমার অনিয়ন্ত্রিত উচ্ছৃঙ্খল ষড়রিপু। ভগবান তোমার সম্মুখে দাঁড়িয়ে আছেন তোমাকে সাহায্য করবে ব'লে; খুঁজে নাও। খোঁজার দায়িত্ব তোমার।
শয়তানের ছোবল যদি খেতে না চাও তবে ঈশ্বরকে মাথায় বসাও, রাখো হৃদয়ে। তবে তা অমূর্ত ঈশ্বর নয়, মূর্ত ঈশ্বর কিন্তু, এটা মনে রেখো। আর করো তার চলনপুজো, নয় চরণপুজো।
যদি শরীরে-মনে হালকা থাকতে চাও, রক্তচাপের ওষুধ খেতে না চাও, নার্ভের এবং হার্টের সমস্যায় ভুগতে না চাও, চাও ঘুমের ওষুধ ছাড়া গভীর ঘুমে নিশ্চিন্তে ডুবে যেতে, চাও আনন্দে থাকতে তাহ'লে মনকে ডাস্টবিন ক'রো না, অন্তর পরিষ্কার রাখো, ঈশ্বরকে হৃদয়ে বসতে দাও ও খেলা করতে দাও।
হে প্রিয়,
ভয় থেকে বাঁচো, দূর্বলতা থেকে বাঁচো। শয়তানের হাত থেকে তুমি নিজেকে বাঁচাও, বাঁচাও তোমার সন্তানকে, তোমার পরিবারকে। ভগবানের কাছে নিজেকে সঁপে দাও। শয়তান তোমার মধ্যেই বাস করছে। তাড়াও যতশীঘ্র পার শয়তানকে। শয়তান কিছুই না, শয়তান তোমার বৃত্তি-প্রবৃত্তি, তোমার অনিয়ন্ত্রিত উচ্ছৃঙ্খল ষড়রিপু। ভগবান তোমার সম্মুখে দাঁড়িয়ে আছেন তোমাকে সাহায্য করবে ব'লে; খুঁজে নাও। খোঁজার দায়িত্ব তোমার।
শয়তানের ছোবল যদি খেতে না চাও তবে ঈশ্বরকে মাথায় বসাও, রাখো হৃদয়ে। তবে তা অমূর্ত ঈশ্বর নয়, মূর্ত ঈশ্বর কিন্তু, এটা মনে রেখো। আর করো তার চলনপুজো, নয় চরণপুজো।
যদি এই কঠিন পৃথিবীতে টিকে থাকতে চাও সর্বশক্তিমানের কাছে আত্মসমপর্ণ করো। তিনি তোমাকে শক্তিমান ক'রে দেবেন।
ঈশ্বর নিষ্ঠুর, নির্ম্মম, নির্দয় একইসঙ্গে প্রেমিক, দয়াল, দয়াময়। সাবধান! নিজেকে পাল্টাও। নতুবা শেষের সেদিন কিন্তু ভয়ংকর।
মানুষের দুঃখ-কষ্ট কোনওদিনই যাবে না কারণ শয়তান তার জন্য নানা মিথ্যে মায়ার রঙিন জাল বিছিয়ে রেখেছে ভগবানের সাগরেদদের সাহায্যে।
সাধারণ মানুষ অতীতকে খুব তাড়াতাড়ি ভুলে যায় বলেই শয়তানরা ফিরে ফিরে আসে বারবার নতুন রূপে নতুন মোড়কে অজ্ঞ মানুষের সাহায্যে।
God is cruel, merciless yet loving, kind, compassionate. Be careful! Change yourself; If not, But the last day is terrible.
If you want to be light in body and mind, don't want to take blood pressure medicine, don't want to suffer from nerve and heart problems, want to sink into deep sleep peacefully without sleeping pills, want to be happy then don't dustbin your mind, keep your heart clean, let God sit in your heart. Let him play.
If you want to be light in body and mind, don't want to take blood pressure medicine, don't want to suffer from nerve and heart problems, want to sink into deep sleep peacefully without sleeping pills, want to be happy then don't dustbin your mind, keep your heart clean, let God sit in your heart. Let him play.
Surrender to the Almighty if you want to survive in this difficult world. He will strengthen you.
WOMAN IS THE SOURCE OF ALL POWER & MOTHER OF BOTH MAN-WOMAN BY GIVING BIRTH. THIS IS THE ONE & ONLY BEAUTY & WONDER-STRICKEN SUBJECT MATTER IN THE WORLD. NOTHING CAN STAND BESIDE THIS AND EVERYTHING IS DULL BESIDE .... WOMAN IS WOMAN!!!!! ONE & ONLY ACQUAINTANCE OF WOMAN IS MOTHER, MA, M-A-A-A-A!!!!!!!!!!!!
( লেখা ১০ই জানুয়ারী'২৪)
.
No comments:
Post a Comment