Powered By Blogger

Thursday, January 23, 2025

বিচিত্রা ৮৭

রঘুনাথ! কোথায় তুমি?
দাও গো তোমার চরণ চুমি।
আমার জীবন জুড়ে শুধুই তুমি,
তুমি বিনা আমি নই আমি।
রঘুনাথ! কোথায় তুমি?
আমি তোমার রাধা, তুমি আমার স্বামী,
দু'য়ে মিলে রাধাস্বামী।
(২৩শে জানুয়ারী'২০১৮)

আসুন আলোচনা করি।
বিষয়ঃ 'জয় শ্রী রাম' ধ্বনি আজ দলীয় স্লোগান!?
উচ্ছৃঙ্খলার আভিধানিক অর্থ কি উৎসাহ!?

প্রাজ্ঞদের আছে আবেদনঃ
আসুন আলোচনা করি।
বিষয়ঃ 'জয় শ্রীরাম ধ্বনি কি অপসংস্কৃতি'!?

জয় শ্রীরাম' কি আজ বাংলায় অচ্ছ্যুত!?
পুরুষোত্তম পরমপিতা শ্রীশ্রীরামচন্দ্র আজ রাজনীতির বোড়ে!?

বিজেপি নেতা শমীকবাবু আপনাকে জিজ্ঞাস্যঃ
নেতাজীর উচ্চতার কাছে পুরুষোত্তম পরমপিতা 
শ্রীশ্রীরামচন্দ্রের উচ্চতা ছোটো!?

জয় শ্রীরাম' ধ্বনি কি কাউকে 
খেপানো ও তাতানোর হাতিয়ার!? 
কি বলেন শ্রীরাম ভক্তরা!?
(২৩শে জানুয়ারী'২০২১)









































No comments:

Post a Comment