কাঁপে তনু থরথর প্রতিক্ষণ
তুমি থেকো প্রভু মোর হৃদয় জুড়ে
রবো না আর তোমার চরণ ছেড়ে
জীবন মাঝে দূরে দূরে।
ভাবি এক হ'য়ে যায় আর এক!
পরিশেষে বলি,
নিজেকে নিজে একবার দ্যাখ!
তোর ভাবা আর করার আগে
কে যেন সাজিয়ে রেখেছে ম্যাপ!!
তোর ভাবা আর করার আগে
কে যেন সাজিয়ে রেখেছে ম্যাপ!!
( লেখা ১৪ই জানুয়ারী'১৮)
ঝড় উঠেছে! কিসের ঝড়!?
ইষ্টপ্রতিষ্ঠার বাহানায় অর্থ-মান-যশ
কামানোর ঝড়!?!?
অর্থের লোভে দয়ালের কাছে আসো!?
আসো মান-যশের লোভে!?
দয়াল আমার কাঁদেন বসে
আর মারবে ছোবল শয়তান শেষে!!
বাঁচবে কতদিন!? আদি অনন্তকাল!?
ঝড় উঠেছে! কিসের ঝড়!?
ইষ্টপ্রতিষ্ঠার বাহানায় অর্থ-মান-যশ
কামানোর ঝড়!?!?
অর্থের লোভে দয়ালের কাছে আসো!?
আসো মান-যশের লোভে!?
দয়াল আমার কাঁদেন বসে
আর মারবে ছোবল শয়তান শেষে!!
বাঁচবে কতদিন!? আদি অনন্তকাল!?
ইষ্টের চেয়ে অর্থ হ'লো বড়?
মান-যশ করলো বেসামাল!?
অর্থ ছাড়া কিছু হয় না তা যেমন সত্য,
মান-যশ করলো বেসামাল!?
অর্থ ছাড়া কিছু হয় না তা যেমন সত্য,
ইষ্ট আমার জীবন দাঁড়া, জীবন মেরু
এ কথা সত্যের সত্য, মহাসত্য!
ইষ্টকে ঘায়েল ক'রো না।
এ কথা সত্যের সত্য, মহাসত্য!
ইষ্টকে ঘায়েল ক'রো না।
( ১৪ই জানুয়ারী'২০)
কবে সত্যের মুখোমুখি হবো?
কতদিন আর দেখবো মিথ্যে স্বপ্ন?
তুমি এসো দয়াল! তুমি হও প্রকট।
সত্য এবং মিথ্যের পর্দা ফাঁস হ'ক।
নিশ্চিন্তে ঘুমোবো আর মরবো তো শান্তিতে!
যতদিন বাঁচবো দয়াল বাঁচবো তোমার চিন্তাতে!
কতদিন আর দেখবো মিথ্যে স্বপ্ন?
তুমি এসো দয়াল! তুমি হও প্রকট।
সত্য এবং মিথ্যের পর্দা ফাঁস হ'ক।
নিশ্চিন্তে ঘুমোবো আর মরবো তো শান্তিতে!
যতদিন বাঁচবো দয়াল বাঁচবো তোমার চিন্তাতে!
Kob sach ka samna koru!
Kob tak jhuta swpna dekhu!
Tum aao dayal! Samne prokot ho!
Sach aur jhut ka parda fans ho.
chyen se nid zau moro to shanti se
Zob tak jiu tob tak tumari kheyalo main.
( ১৪ই জানুয়ারী'২২)
Kob tak jhuta swpna dekhu!
Tum aao dayal! Samne prokot ho!
Sach aur jhut ka parda fans ho.
chyen se nid zau moro to shanti se
Zob tak jiu tob tak tumari kheyalo main.
( ১৪ই জানুয়ারী'২২)
No comments:
Post a Comment