এ কেমনতর আমি? এ আমি মোমের আমি!
জীবন্মৃত এক মমি!!
লাগলে তাপ তবেই না হবে গ'লে তুমি!!
তাপ নেই, ভাপ নেই, নেই উত্তাপ;
বোধ নেই, শোধ নেই, নেই কোনও আলাপ।জীবন মাঝে আছে শুধু
বুক ভরা বিলাপ!!
(১৯শে জানুয়ারী'২০১৮)
একলহমায় চোখের পলকে কর্মীদের
পিছনে ফেলে নেতানেত্রী হওয়া আজ আর কঠিন নয়। কিভাবে?
যে কোনও পেশায় উপরের সারির হ'লেই সম্ভব।(১৯শে জানুয়ারী'২০২১)
No comments:
Post a Comment